চলতি মরসুমে নিজেদের ছন্দের ধারে কাছে ও নেই ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)৷ ডুরান্ড কাপের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকলেও কাজের কাজ কিছুই হয়নি। টুর্নামেন্ট বদলালে ও বদলায়নি পরিস্থিতি। একের পর এক ম্যাচে মিলেছে শুধুই হতাশা। এই পরিস্থিতিতে মিলেছে দলের দায়িত্ব ছেড়েছেন স্প্যানিশ কোচ কার্লেস কুয়াদ্রাত। তাঁর পরিবর্তে বিনো জর্জের তত্ত্বাবধানে প্রস্তুতি চালাচ্ছে ইস্টবেঙ্গল। গত কয়েকদিন আগেই চূড়ান্ত হয়ে গিয়েছে নতুন কোচ। সেই অনুযায়ী দলের দায়িত্ব পেয়েছেন অস্কার ব্রুজন (Óscar Bruzón)। পূর্বে বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসের দায়িত্বে সামলেছেন তিনি।
এবার সেখান থেকেই দায়িত্ব নিয়ে ফিরছেন ভারতে। উল্লেখ্য,ভারতীয় ফুটবলে নতুন নন এই স্প্যানিশ কোচ। মুম্বাই সিটি এফসির দায়িত্ব সামলেছেন তিনি। তবে শেষ মরসুমে বাংলাদেশের শক্তিশালী ফুটবল ক্লাব বসুন্ধরা কিংসের দায়িত্বে থেকে ও যথেষ্ট সাফল্য পেয়েছেন অস্কার। সবকিছু মাথায় রেখেই তাকে দলের দায়িত্ব দিয়েছে ময়দানের এই প্রধান। বর্তমানে তাঁর হাত ধরেই সুদিন ফেরানোর স্বপ্ন দেখছে আপামর লাল-হলুদ জনতা। কিন্তু কবে আসবেন ইস্টবেঙ্গলের নব নিযুক্ত কোচ? গত কয়েকদিন ধরে সেই নিয়েই দেখা দিয়েছিল যাবতীয় জল্পনা।
আগেই জানা গিয়েছিল যে সব ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহের মধ্যেই শহরে পা রাখবেন অস্কার ব্রুজন। সেক্ষেত্রে আসন্ন ডার্বি ম্যাচে ও দলের দায়িত্ব সামাল দিতে হতে পারে পারেন অন্তবর্তীকালীন কোচ বিনো জর্জকে। কিন্তু এবার উঠে আসলো এক নয়া তথ্য। বিশেষ সূত্র মারফত খবর, যাবতীয় কাজকর্মের পর ভিসা হাতে পেয়ে গিয়েছেন এই স্প্যানিশ কোচ। যারফলে ভারতে আসতে আর খুব একটা দেরি হওয়ার কথা নয় তাঁর। যতদূর শোনা যাচ্ছে আগামী ১৭ই অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যেই কলকাতায় পা রাখতে পারেন ইস্টবেঙ্গলের নব নিযুক্ত কোচ অস্কার ব্রুজন।
এছাড়াও তাঁর সঙ্গেই ভারতে আসতে পারেন আরেক ফিটনেস কোচ। যারফলে আসন্ন ডার্বি ম্যাচে দলের সাথে দেখা যেতেই পারে লাল-হলুদের নয়া হেডস্যারকে। পুরনো সমস্ত কিছু ভুলে এখন অস্কারের হাত ধরেই ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে ময়দানের এই প্রধান দল।