Oscar Bruzon : মিনি ডার্বিতে ড্রেসিং রুমে কি বলেছিলেন অস্কার? ফাঁস গোপন কথা

গত শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ইন্ডিয়ান সুপার লিগের (ISL) দ্বিতীয় ডার্বিতে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল (East Bengal) এবং মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। শক্তিশালী মহামেডানের (Mohammedan SC)…

Oscar Bruzon on ISL match Referee of East Bengal vs Mohammedan match in ISL

short-samachar

গত শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ইন্ডিয়ান সুপার লিগের (ISL) দ্বিতীয় ডার্বিতে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল (East Bengal) এবং মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। শক্তিশালী মহামেডানের (Mohammedan SC) বিপক্ষে ইস্টবেঙ্গল (East Bengal ) একাধিক বাধা সত্ত্বেও সম্মানজনক গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয়, যা ম্যাচটি দেখার জন্য উপস্থিত থাকা হাজার হাজার সমর্থকদের আবেগ ও উত্তেজনাকে একদম তুঙ্গে নিয়ে যায়। এই ম্যাচের হাফ টাইমে লাল-হলুদ কোচ অস্কার ব্রুজো (Oscar Bruzon) দলের ফুটবলারদের যা বলেছিলেন, এবার সেই তথ্য ফাঁস হল।

   

Mohun Bagan : ওডিশার কাছে আটকে ‘বিস্ফোরক’ বার্তা মোলিনার

ম্যাচের প্রথমার্ধেই ইস্টবেঙ্গল (East Bengal) দলের দুই গুরুত্বপূর্ণ ফুটবলার লাল কার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে যাওয়ায় তারা নয়জনের দলে পরিণত হয়। এই পরিস্থিতিতে সাদা-কালো শিবিরের কাছে জয় পাওয়ার সম্ভাবনা বেড়ে গেলেও ইস্টবেঙ্গল (East Bengal ) খেলোয়াড়রা প্রবল উদ্যম ও সাহসে ম্যাচ চালিয়ে যান এবং শেষ পর্যন্ত গোলহীন অবস্থায় ম্যাচ শেষ করেন।

বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে সম্ভবত নেতৃত্ব দেবে বুমরাহ

এই ম্যাচের প্রথমার্ধের ৩০ মিনিটের মধ্যে জোড়া লাল কার্ড চিন্তায় ফেলে দিয়েছিল লাল-হলুদ শিবিরকে। প্রথমার্ধের শেষে হাফ টাইমে স্প্যানিশ কোচ অস্কার ব্রুজো দলের ফুটবলারদের উদ্দেশে জানিয়েছিলেন, “ভেবে নাও তোমরা অনুশীলন করছ। ১১ জনের আক্রমণভাগের ফুটবলারের বিরুদ্ধে ৯ জনের ডিফেন্স অনুশীলন। গোল খাওয়া চলবে না।”

এরপরই কার্যত জ্বলে উঠেছিল ইস্টবেঙ্গলের রক্ষণভাগ। আনোয়ার আলি, হিজাজী মাহের এবং গোলরক্ষক প্রভসুখন গিলের দুরন্ত পারফরম্যন্সের মধ্যে দিয়ে গোল শূন্য ড্র করে লিগ টেবিলের লাস্ট বয়। সেই সঙ্গে সাত ম্যাচ খেলার পর প্রথম পয়েন্টের মুখ দেখল তাঁরা।

ম্যাচ শেষে ইস্টবেঙ্গল (East Bengal) সমর্থকদের উল্লাস প্রমাণ করে যে, তাঁদের সমর্থন দলকে লড়াই করার শক্তি যুগিয়ে চলেছে। কয়েক মাস পর এক নতুন চেহারায় ইস্টবেঙ্গল (East Bengal) দল তাঁদের মর্যাদা রক্ষার লড়াইয়ে নামলেও সমর্থকদের সমর্থন তাঁদেরকে আরও শক্তিশালী করে তুলেছে।