East Bengal: সমর্থকদের উদ্দেশ্যে চাঞ্চল্যকর বার্তা ইস্টবেঙ্গল কোচের

Kolkata Pre-season: Carles Cuadrat and Team Prepare for Season at Secret Location

সামাজিক মাধ্যমে বড় বার্তা দিলেন ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রত (East Bengal Coach Carles Cuadrat)৷ লাল হলুদ পরিবারের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন তিনি। Durand Cup-এর গ্রুপ পর্যায়ে লক্ষ্যে পৌঁছতে পেরেছে ইস্টবেঙ্গল।

Advertisements

বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক মাধ্যমে ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রত বলেছেন, “এই কাজটা আমাদের করতেই হতো। আমরা করে দেখিয়েছি। লাল হলুদ পরিবারকে অভিনন্দন, আমরা Durand Cup-এর গ্রুপ পর্যায়ের সবার আগে থাকতে পেরেছি এবং পরের পর্বের জন্য যোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছি।”

   

বিগত কয়েক মরসুম চরম ডামাডোলের মধ্যে দিয়ে গিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব। একাধিকবার কোচ বদল করার পরেও লাভের লাভ হয়নি। সুদিনের আশায় কেবল দিন গুনেছেন লাল হলুদ সমর্থকরা। স্টিফেন কনস্টান্টাইনকে বিদায় জানানো পর ক্লাবের দায়িত্বে এসেছিলেন কার্লেস কুয়াদ্রত। ভারতের মাটিতে কোচিং করানো অন্যতম জনপ্রিয় কোচ । তাকে ঘিরে নতুন করে আশায় বুক বাঁধতে শুরু করেছিলেন ভারতীয় ফুটবলের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাবের অনুগামীরা।

গত মরসুমেও ভালো দল গড়ার চেষ্টা করেছিল ক্লাব। কিন্তু সব কিছু পরিকল্পনা মতো হয়নি। এবারের নতুন মরসুম শুরু হওয়ার আগে জোর কদমে দল গঠন করেছেন ইমামী এবং ক্লাব ম্যানেজমেন্ট। কয়েক বছর পর ডার্বি জিতে জ্বালা জুড়িয়েছিলেন অগণিত লাল হলুদ সমর্থক। শেষ পর্যন্ত গ্রুপ পর্বের সবার ওপরে ইস্টবেঙ্গল। আগামী দিনে এবার আরও ভালো ফলের আশা করতেই পারে লাল হলুদ পরিবার।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements