গতবারের ব্যর্থতা ভুলে এবার নতুন করে নিজেদের মেলে ধরতে মরিয়া ছিল ইমামি ইস্টবেঙ্গল। সেইমতো ব্রিটিশ কোচ স্টিফেন কনস্ট্যানটাইনকে বিদায় জানিয়ে স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাতকে (East Bengal Coach Carles Cuadrat) দেওয়া হয় দলের দায়িত্ব। তবুও যেন হাল ফিরছে না লাল-হলুদের। যেখানে ছিল ঠিক সেখানেই রয়ে গিয়েছে কলকাতার এই প্রধান। একেরপর এক ম্যাচে প্রথমদিকে গোল করে এগিয়ে গেলেও পরবর্তীতে তা আর ধরে রাখা সম্ভব হয়নি মশাল ব্রিগেডের পক্ষে। শেষ পর্যন্ত পরাজিত হতে হয়েছে তাদের।
গত বেঙ্গালুরু ম্যাচ হারার পর শেষ ম্যাচে এফসি গোয়ার কাছেও পরাজয় স্বীকার করতে হয়েছে তাদেরকে। এই কারনেই গতবছর প্রায় ১১ পয়েন্টের কাছি হাতছাড়া হয়েছিল লাল-হলুদের। যারফলে, শেষ পর্যন্ত লিগ টেবিলের তলানিতে থেকেই অভিযান শেষ করতে হয়েছিল তাদের।
সেই পরিস্থিতির উন্নতি করার স্বার্থে স্টিফেনের পরিবর্তে বেঙ্গালুরু এফসির আইএসএল জয়ী কোচকে দলের দায়িত্ব দেওয়া হলেও রোগ যেন কিছুতেই সারছে না তাদের। এখনো পর্যন্ত মোট ৪ ম্যাচ খেলে মাত্র ৪ পয়েন্ট সংগ্রহ করেছে ইমামি ইস্টবেঙ্গল। যা দেখে হতাশ সকলেই। এই পরিস্থিতি নিয়ে এবার মুখ খুললেন কার্লোস কুয়াদ্রাত।
তার কথায়, এবছর দলে একাধিক নয়া ফুটবলার এসেছে। ওদের তৈরি হতে আরও কিছুটা সময় লাগবে। এবারের এই পরাজয় গুলি থেকে তারা শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। প্রথমে বেঙ্গালুরু এফসির বিপক্ষে ভালো খেলে পরাজিত হতে হয়েছিল। তারপর এফসি গোয়া ম্যাচেও এক অবস্থা। তবে হতাশ হলে চলবে না। মনোবল শক্ত রেখে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে হবে। পরবর্তী লেগে এই কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে আমাদের ভালো করে খেলতে হবে।
তবে স্প্যানিশ কোচ আরও বলেন, এবছর আমাদের দল একেবারে নতুন পরিকল্পনা নিয়ে খেলছে। তাই প্রত্যেকবার যে এক পরিস্থিতি হবে তা ভাবার কোনো কারন নেই। আমরা ভালো খেলেও কেনো তিন পয়েন্ট সংগ্রহ করে মাঠ ছাড়তে পারছি না সেই দিকে নজর দিতে হবে। যদিও এর কারন আমাদের সকলে কাছেই পরিষ্কার। সেই নিয়েই এবার আমাদের কাজ করতে হবে। খেলোয়াড়দের তৈরি করতে হবে।