২৮ জানুয়ারি এবারের কলিঙ্গ সুপার কাপের (Kalinga Super Cup) ফাইনাল। কলকাতা ময়দানের অন্যতম প্রধান হিসেবে এবার সেই ম্যাচ খেলবে লাল-হলুদ ব্রিগেড। অপরদিকে, থাকছে ওডিশা এফসি। হিসেব বলছে এখনো পর্যন্ত টানা ১৫ ম্যাচ অপরাজিত ওডিশা এফসি। যার মধ্যে টানা ১৩ ম্যাচে জয় ও ২টি ড্র রয়েছে তাদের। সেই ধারা বজায় রেখেই সুপার কাপের ফাইনাল জিততে চাইছে সার্জিও লোবেরার ছেলেরা।
উল্লেখ্য, গত আইএসএলে খুব একটা সুবিধাজনক পরিস্থিতি না থাকলেও সময় যত এগিয়েছে পরবর্তীতে সুপার কাপের ছন্দে থেকেছে এই ফুটবল ক্লাব। একের পর এক শক্তিশালী দলকে পরাজিত করে তারা পৌঁছে গেছিল ফাইনালে। সেখানে সুনীল ছেত্রীদের হারিয়ে মেলে সাফল্য। যার দরুন পরবর্তীতে এএফসি টুর্নামেন্ট খেলার সুযোগ আসে তাদের কাছে।
কালকের এই ম্যাচ নিয়ে এখন থেকেই চরম উন্মাদনা দেখা দিয়েছে দুই রাজ্যের সমর্থকদের। পাশাপাশি ট্যাকটিক্যাল লড়াই ও শুরু হয়ে গিয়েছে দুই দলের স্প্যানিশ কোচের মধ্যে। তবে এই ফাইনাল মোটেও হালকাভাবে নিচ্ছেন না লাল-হলুদ কোচ। তার কথায় গত ডুরান্ড কাপের পর এবারের এই সুপার কাপ, অর্থাৎ টানা দুইটি সর্বভারতীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে দল উঠেছে। তবে প্রথম টুর্নামেন্ট হাতছাড়া হলেও এবার এই ট্রফি জেতাই অন্যতম লক্ষ্য। পাশাপাশি গতকাল থেকে নাওরের মহেশ সিং এবং লালচুংনুঙ্গা দলের অনুশীলনে আসলেও আদৌ প্রথম একাদশে তাদের রাখা হবে কিনা তা সময় অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। সেই সঙ্গে রেফারিং নিয়েও মুখ খোলেন লাল-হলুদের স্প্যানিশ কোচ।
বর্তমানে, ম্যাচ রেফারিদের ওপর এখন খুব একটা চাপ তৈরি করতে রাজি নন কুয়াদ্রাত। এই ফাইনাল ম্যাচে তার সঠিক সিদ্ধান্তই যাতে দুই দলের পক্ষে যায় সেটাই চাইছেন তিনি। সেইসঙ্গে ইস্টবেঙ্গল সমর্থকদের যতটা সম্ভব মাঠে এসে গলা ফাটানোর কথাও শোনা যায় কোচের মুখ থেকে।