Cleiton Silva: থাকছেন ক্লেটন, প্রিয় ছাত্রের সম্পর্কে কী বললেন কুয়াদ্রাত?

Carles Cuadrat and Cleiton Silva

গতবার ইমামি ইস্টবেঙ্গল (East Bengal ) কলিঙ্গ সুপার কাপ জয় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ক্লেটন সিলভার (Cleiton Silva)। গোটা টুর্নামেন্ট জুড়ে দাপিয়ে খেলেছিলেন এই ব্রাজিলিয়ান ফুটবলার। তাই অনায়াসেই সোনার বুট জয় করেন তিনি। কিন্তু সেখানেই শেষ নয়। টুর্নামেন্টের ফাইনালে শক্তিশালী ওডিশা এফসির বিপক্ষে খেলতে হয়েছিল তাদের।

পিছিয়ে থেকেও সেই ম্যাচে সমতায় ফিরেছিল নন্দকুমাররা। কিন্তু পরবর্তীতে অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। সেখানেই বাজিমাত করেন লাল-হলুদের ব্রাজিলিয়ান ফুটবলার ক্লেটন সিলভা। বলতে গেলে তার করা গোলেই খেতাব নিশ্চিত করে মশাল ব্রিগেড।

   

প্রায় বারো বছর পর সর্বভারতীয় স্তরের কোনো ট্রফি এসেছে লাল-হলুদের ঘরে। যা নিঃসন্দেহে খুশি করেছিল সমর্থকদের। এই সাফল্যের দরুন নতুন সিজনে এএফসি চ্যাম্পিয়নস লিগের টায়ার টুয়ের যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচ খেলতে নামবে ইস্টবেঙ্গল। আগামী ১৪ই আগস্ট নিজেদের ঘরের মাঠে তুর্কমেনিস্তানের একটি ক্লাবের মুখোমুখি হতে হবে তাদের।

সমস্ত কিছু মাথায় রেখেই নতুন করে দল গঠনের কাজে হাত দিয়েছিল ইমামি ম্যানেজমেন্ট। নতুন মরশুমে এই ক্লাবের জার্সিতে দেখা যেতে পারে একের পর এক দাপুটে ফুটবলারদের। পাশাপাশি এবার ও অধিনায়ক হিসেবে থাকছেন ক্লেটন সিলভা।

যা নিয়ে খুশি ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত। নিজের পুরনো ছাত্রকে আরও একটি মরশুমে নিজের সঙ্গে পেয়ে যথেষ্ট আশাবাদী স্প্যানিশ কোচ। তিনি বলেন, গত দুইটি ফুটবল সিজনে ক্লেটন আমাদের দলের সর্বোচ্চ গোলদাতা হিসেবে পরিচিত লাভ করেছে। সেইসাথে দলকে নেতৃত্ব দিয়েছে। তার গোল আমাদের গুরুত্বপূর্ণ জয় এনে দিয়েছে। ইস্টবেঙ্গলের সমর্থকরা চিরকাল অতিরিক্ত সময়ের করা গোলের সেই বিজয়কে মনে রাখবে। সুপার কাপ ফাইনাল, যা বারো বছরের আমাদের ট্রফির খরা কাটিয়েছে। আমরা তার সাথে কাজ চালিয়ে যেতে পেরে যথেষ্ট খুশি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন