Carles Cuadrat: কবে শহরে আসতে পারেন কুয়াদ্রাত? জানুন

স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাতের (Carles Cuadrat) হাত ধরেই গত বছর কলিঙ্গ সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছিল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। প্রায় বারো বছর পর সর্বভাবতীয় কোনো…

East Bengal Coach Carles Cuadrat

স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাতের (Carles Cuadrat) হাত ধরেই গত বছর কলিঙ্গ সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছিল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। প্রায় বারো বছর পর সর্বভাবতীয় কোনো ফুটবল টুর্নামেন্ট জয় করে মশাল ব্রিগেড। সেই সুবাদে এবার আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেবে এই ফুটবল ক্লাব। সেইমতো দল গঠনের কাজ শুরু করেছিল ইমামি ম্যানেজমেন্ট।

শুরু থেকেই দল বদলের বাজারে প্রভাব থেকেছে তাদের। ডেভিড থেকে শুরু করে মার্ক জোথানপুইয়া হোক কিংবা প্রভাত লাকরা। একের পর এক ফুটবলারদের দলে নিশ্চিত করেছে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। সেইসাথে বিদেশী ফুটবলার নির্বাচনে ও চমক দিয়েছে কলকাতার এই প্রধান দল।

   

ডায়মান্টাকোস থেকে শুরু করে মাদিহ তালালের মতো ফুটবলারদের চূড়ান্ত করে ফেলেছে ইস্টবেঙ্গল। এছাড়াও মাঝমাঠের শক্তি বাড়াতে আরো বেশ কিছু ফুটবলারদের সাইন করানোর পরিকল্পনা রয়েছে তাদের। সব মিলিয়ে বলতে গেলে গতবারের তুলনায় এবার অনেকটাই শক্তিশালী হয়ে উঠছে কলকাতারই প্রধান দল।

আর এক্ষেত্রে দলের স্প্যানিশ কোচ কার্লস কুয়াদ্রাতের পছন্দ অনুযায়ী খেলোয়াড় চূড়ান্ত করছে ক্লাবের লগ্নিকারী সংস্থা। এবার অর্থাৎ এই নতুন মরশুমে ও এই কোচের দিকেই নজর থাকবে সকলের। গতবারের মতো এবারও এই কোচের হাত ধরেই ট্রফি জয় করার স্বপ্ন দেখছে লাল-হলুদ শিবির।

কিন্তু কবে আসছেন হেডকোচ ? যতদূর খবর, আগামী ২রা জুলাই গভীর রাত অর্থাৎ ৩রা জুলাই ভোরে কলকাতা বিমানবন্দরে পা রাখবেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ বস। তারপর থেকেই পুরো দমে অনুশীলন শুরু করবে সিনিয়র দল। তবে তার আগে কোচের আসার অপেক্ষায় আপামর লাল-হলুদ জনতা।