David Lalhlansanga: ডেভিডের প্রশংসায় পঞ্চমুখ কুয়াদ্রাত, কবে আসতে পারেন ভারতে?

আজ কিছু ঘণ্টা আগেই নিজেদের সোশ্যাল সাইট থেকে ডেভিডের (David Lalhlansanga) যোগদানের কথা ঘোষণা করেছে ইমামি ইস্টবেঙ্গল। সেই অনুযায়ী আগামী তিনটি মরশুমের জন্য দলের জার্সিতে…

Carles Cuadrat,David Lalhlansanga

আজ কিছু ঘণ্টা আগেই নিজেদের সোশ্যাল সাইট থেকে ডেভিডের (David Lalhlansanga) যোগদানের কথা ঘোষণা করেছে ইমামি ইস্টবেঙ্গল। সেই অনুযায়ী আগামী তিনটি মরশুমের জন্য দলের জার্সিতে খেলতে দেখা যাবে এই ভারতীয় ফুটবলারকে। গত সিজনে মহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে যথেষ্ট নজর কেড়েছিলেন এই ভারতীয় তারকা। ক্যালকাটা ফুটবল লিগের পাশাপাশি ঐতিহ্যবাহী ডুরান্ড কাপেও দাপটের সাথে খেলেছিলেন তিনি। জিতেছিলেন গোল্ডেন বুট। এমনকি দেশের দ্বিতীয় ডিভিশন লিগ তথা আইলিগে ও অনবদ্য পারফরম্যান্স ছিল ডেভিডের।

বলতে গেলে দলকে আইলিগ জেতানোর ক্ষেত্রে ও অনবদ্য ভূমিকা ছিল তার। সবদিক বিচার বিবেচনা করেই তাকে দলে টেনেছে ইমামি ম্যানেজমেণ্ট। তার উপস্থিতিতে আগের তুলনায় অনেকটাই শক্তিশালী হবে লাল-হলুদের আক্রমণভাগ। গতবারের গোলের খরা কাঁটাতে আসন্ন নতুন মরশুমে তার দিকে ও নজর থাকবে সকলের। বলতে গেলে ডেভিড দলে আসায় যথেষ্ট খুশি সমর্থকরা।

   

তার যোগদানের প্রসঙ্গে লাল-হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাত বলেন, ডেভিড আমাদের অন্যতম সেরা সাইনিং। বহুদিন ধরেই আমরা তাকে চূড়ান্ত করার জন্য মুখিয়ে ছিলাম। গত ডুরান্ড কাপের পাশাপাশি কলকাতা ফুটবল লিগে ও সে সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হয়েছিল।

সেটাই আমার দৃষ্টি আকর্ষণ করার মূল কারণ। ভবিষ্যতে তাকে নিয়েই আমাদের একাধিক পরিকল্পনা রয়েছে। ডেভিড দলে আশায় আমি যথেষ্ট খুশি। কিন্তু কবে ভারতে আসবেন কার্লোস কুয়াদ্রাত? এখন সেই প্রশ্নের উত্তর খুঁজছে সকলে। যতদূর জানা গিয়েছে, চলতি মাসের শেষের দিকেই হয়ত ভারতের মাটিতে পা রাখবেন লাল-হলুদ কোচ। তারপরে অর্থাৎ জুলাই মাসের শুরুর দিকেই প্রস্তুতি শুরু করতে পারে সিনিয়র দল।