Armando Sadiku: হায়দরাবাদ ম্যাচ নিয়ে ‘বিস্ফোরক’ সাদিকু

ওডিশা ম্যাচের হতাশা ভুলে আজ ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে আইএসএলের ম্যাচে এবার হায়দরাবাদ এফসির মুখোমুখি হতে চলেছে সবুজ-মেরুন (Mohun Bagan) এএফসি কাপে নাস্তানাবুদ হতে হলেও এই…

Armando Sadiku

ওডিশা ম্যাচের হতাশা ভুলে আজ ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে আইএসএলের ম্যাচে এবার হায়দরাবাদ এফসির মুখোমুখি হতে চলেছে সবুজ-মেরুন (Mohun Bagan) এএফসি কাপে নাস্তানাবুদ হতে হলেও এই টুর্নামেন্টের নিরিখে দেখতে গেলে পাঞ্জাব ম্যাচ থেকে শুরু করে এখনো পর্যন্ত মোট চারটি ম্যাচেই জয় এসেছে তাদের। এবার পরবর্তী ম্যাচ। তবে কারুর হোম বা অ্যাওয়ে ম্যাচ নয়।

বলতে গেলে এটি আয়োজিত হতে চলেছে এক নিরপেক্ষ ভেন্যুতে। যেখানে বিনা টিকিটে ম্যাচ উপভোগ করতে পারবে দুই দলের সমর্থকরা। এই ম্যাচ জিতে নিজেদের ছন্দে ফেরানোই একমাত্র লক্ষ্য ফেরেন্দোর ছেলেদের। সেইমতো গতকয়েক দিন ধরে অনুশীলন চালিয়েছে গোটা দল। বিশেষ করে জেসন কামিন্স ও আর্মান্দো সাদিকুর পায়ের দিকে তাকিয়ে থাকবেন আপামর বাগান সমর্থকরা।

তবে চোটের সমস্যার দরুণ দিমিত্রি পেট্রাতোসের মাঠে না থাকা যথেষ্ট প্রভাব ফেলেছে এএফসি কাপের গত দুই ম্যাচে। বাংলাদেশের শক্তিশালী ফুটবল দল বসুন্ধরা কিংসের পাশাপাশি সার্জিও লোবেরার ওডিশা এফসির বিপক্ষে বাগান ব্রিগেডের পরাজিত হওয়ার পিছনে অন্যতম কারন হিসেবে অনেকেই মনে করছেন দিমিত্রি অনুপস্থিতি। আজ হায়দরাবাদ ম্যাচে ও থাকছেন না তিনি। সেইসাথে মোহনবাগান দলের তরুণ উইঙ্গার মনবীর সিংয়ের ও রয়েছে এক সমস্যা। যার কারনে এই দুই ফুটবলারদের শহরে রেখেই হায়দরাবাদ বধ করতে ওডিশা এসেছে মেরিনার্সরা। তাই এই ম্যাচ নিয়ে কিছুটা হলেও চিন্তা থেকে যাচ্ছে সকলের মধ্যে।

তবে আজকের ম্যাচে জয় নিয়ে আশাবাদী আলবেনিয়ান তারকা আর্মান্দো সাদিকু। ম্যাচের আগে একটি জনপ্রিয় মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, এই মুহূর্তে আমাদের দলের জন্য একটা জয় দরকার। মরশুমের প্রথমদিকে আমরা মোট বারোটার কাছাকাছি ম্যাচ জিতেছিলাম। তবে দলের কিছু সমস্যার জন্য গত কয়েকটি ম্যাচ আমাদের পরাজিত হতে হয়েছে। তবে আমি আশা করি আমরা আবার একটা ম্যাচ জিততে পারলে আবার ঘুরে দাঁড়াতে পারবো। তাই সবাই মাঠে আসুন। দলের পাশে থাকুন।