আইএসএলের দ্বিতীয় লেগে নর্থইস্ট ইউনাইটেড ম্যাচ থেকেই ছন্দ হারাতে শুরু করেছে ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। পেদ্রো বেনোলীকের ছেলেদের কাছে পরাজিত হওয়ার পর নিজেদের হোম ম্যাচে মুম্বাই সিটি এফসির কাছে ও হার বাঁচানো সম্ভব হয়নি তাদের পক্ষে। আসলে এবারের কলিঙ্গ সুপার কাপ জয় করার পর দলের একাধিক ফুটবলার বদলের জেরে কিছুটা হলেও শক্তি ক্ষয় হয়েছে ইস্টবেঙ্গলের। লোনের মাধ্যমে বোরহাকে লোনে পাঠানোর পাশাপাশি সিভেরিও টোরোকে ও পাঠানো হয় জামশেদপুরে।
যার অনেকটাই প্রভাব পড়েছে দলের পারফরম্যান্সে। এছাড়াও সাউল ক্রেসপোর অনুপস্থিতি যথেষ্ট ভুগিয়েছে গোটা দলকে। এক্ষেত্রে একাধিক পয়েন্ট নষ্ট হয়েছে লাল-হলুদের। তবুও বাকি ম্যাচ গুলি নিয়ে আশাবাদী থাকার কথার বলছেন দলের স্প্যানিশ কোচ।
গোয়া ম্যাচের আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ইস্টবেঙ্গল কোচ বলেন, এবারে সুপার কাপে আমরা যথেষ্ট ভালো ছন্দে ছিলাম। এমনকি আইএসএলের দ্বিতীয় লেগে মোহনবাগান সুপারজায়ান্টস দলের বিপক্ষেও আমরা যথেষ্ট ভালো খেলেছি। কিন্তু তারপরেই সেই ছন্দ ধরে রাখা সম্ভব হয়নি।
তবে আমি আশা করি, টুর্নামেন্টের বাকি ম্যাচগুলিতে আমরা যথেষ্ট ভালো ছন্দে থাকবো। সেই সাথে প্রত্যেক ম্যাচে পুরো পয়েন্ট সংগ্রহ করবো। যদিও এই কাজ যে খুব একটা সহজ হবে না তা ভালোমতোই জানেন লাল-হলুদের হেডস্যার। তবুও পুরো পয়েন্ট পেতে নিজেদের সম্পূর্ণ শক্তিকেই কাজে লাগাতে চাইবেন তিনি। তা সম্ভব হলে এবারের এই টুর্নামেন্টের প্লে অফে যাওয়ার সুযোগ থাকবে তাদের কাছে।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ বিকেলে অ্যাওয়ে ম্যাচে এফসি গোয়ার মুখোমুখি হবে কলকাতা ময়দানের এই প্রধান। যেখানে নিজেদের ছয় বিদেশি নিয়েই দল সাজাতে পারেন কার্লোস কুয়াদ্রাত। টুর্নামেন্টে টিকে থাকতে হলে আজকের এই ম্যাচে জয় পাওয়া অত্যন্ত আবশ্যক লাল-হলুদের।