Weather: নামল তাপমাত্রা, বুধে দিনভর কেমন থাকবে আবহাওয়া জানুন

আপনিও কি বাড়ি থেকে বেরনোর জন্য তৈরি হচ্ছেন? তাহলে বেরনোর আগে জেনে নিন আবহাওয়ার (Weather) হাল হকিকত। আজ বুধবার বাংলার আবহাওয়া কেমন থাকবে সেটা নিয়ে…

Wintry morning in Kolkata

আপনিও কি বাড়ি থেকে বেরনোর জন্য তৈরি হচ্ছেন? তাহলে বেরনোর আগে জেনে নিন আবহাওয়ার (Weather) হাল হকিকত। আজ বুধবার বাংলার আবহাওয়া কেমন থাকবে সেটা নিয়ে বড় তথ্য দিল হাওয়া অফিস।

হাওয়া অফিস জানাচ্ছে, আগামী কয়েক দিন শুষ্ক থাকবে আবহাওয়া। স্বাভাবিকের তুলনায় নীচেই থাকবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের পারদ। সেইসঙ্গে উত্তর পশ্চিমের হাওয়া বইবে। আগামী তিনদিন সামান্য কমতে পারে তাপমাত্রা। আরও জানা যাচ্ছে, সকাল ও সন্ধ্যা মনোরম আবহাওয়া থাকবে। যদিও বেলা বাড়লে গরমটা আরও বেশি করে টের পাবেন সকলে। আপাতত এখন বৃষ্টির কোনওরকম সম্ভাবনা নেই।

যদিও উত্তরবঙ্গের দুটি পাহাড়ি জেলা অর্থাৎ দার্জিলিং এবং কালিম্পং-এ আগামীকাল বৃহস্পতিবার ও শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার জেরে এমনই থাকবে আবহাওয়া। এদিকে আজ কলকাতায় সকালের দিকে মেঘলা আকাশ থাকলে যত বেলা বাড়বে তত আকাশ পরিষ্কার থাকবে। এরপর শুক্রবার থেকে ফের নিজের স্বমহিমায় ফিরে আসবে, অর্থাৎ গরম বাড়বে। নাজেহাল অবস্থা হবে সকলের।

আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ কুমার দাস জানিয়েছেন, ঘূর্ণাবর্তের বজ্রগর্ভ মেঘ হবে, বাংলার বহু জেলায় আগামী দিনে বিপদ ঘনিয়ে আসছে। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পাঞ্জাব, ছত্রিশগড় এবং ওড়িশাতে ঘূর্ণাবর্ত রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। যা ক্রমশ উত্তর-পূর্ব ভারতের দিকে সরতে শুরু করেছে। যার প্রভাব পড়ছে বাংলাতেও।

দক্ষিণবঙ্গে আগামী দু’দিন হালকা উত্তর-পশ্চিমের হাওয়া বইবে। এদিন সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস।