East Bengal: কুয়াদ্রতের গলায় স্টিফেনের সুর

ইস্টবেঙ্গল (East Bengal) ম্যানেজমেন্টের ঘারে দোষ চাপিয়ে ভারত ছেড়েছিলেন স্টিফেন কন্সটান্টাইন। বলেছিলেন, ভালো ফুটবলার হাতে পাননি তিনি। মরসুমের শেষ পর্বে এসে একই কথা এবার ইস্টবেঙ্গলের…

east-bengal-coach-carles-cuadrat

ইস্টবেঙ্গল (East Bengal) ম্যানেজমেন্টের ঘারে দোষ চাপিয়ে ভারত ছেড়েছিলেন স্টিফেন কন্সটান্টাইন। বলেছিলেন, ভালো ফুটবলার হাতে পাননি তিনি। মরসুমের শেষ পর্বে এসে একই কথা এবার ইস্টবেঙ্গলের বর্তমান কোচ কার্লেস কুয়াদ্রতের (Carles Cuadrat) মুখে।

মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে (East Bengal vs Mohun Bagan) ম্যাচের আগে ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রতের গলায় আক্ষেপের সুর। স্পষ্টই বললেন, ভালো ফুটবলার হাতে পাননি। রবিবারের ডার্বিতে ইস্টবেঙ্গল আন্ডারডগ।

প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে কুয়াদ্রত বলেছেন, ‘ইন্ডিয়ান সুপার লিগের প্রথম পর্বে যেমন ফুটবলার দরকার ছিল তেমন ফুটবলার হাতে পাইনি। সমাধান খুঁজেছিলাম, ভাল ফুটবলার নিয়ে আসার চেষ্টা করেছিলাম। পরের মরসুমের শুরু থেকে ভালো ফুটবলারের জন্য ঝাঁপাতে হবে আমাদের।’

 

Advertisements

ইস্টবেঙ্গল কোচ স্বীকার করেছেন আজকের ডার্বিতে পিছিয়ে রয়েছে তাঁর দল। ‘সম্প্রতি দুই দলের যা ফর্ম তাতে এটা মেনে নেওয়া ছাড়া উপায় নেই।’ তবে তিনি তাঁর ছাত্রদের ওপর থেকে আস্থা হারাতে নারাজ। বরং লাল হলুদ ফুটবলারদের পাশে দাঁড়িয়ে তিনি বলেছেন, ‘আমাদের দলের ফুটবলাররা নিজেদের সবটা দিয়েই চেষ্টা করছে। নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগোতে হবে আমাদের।’ স্প্যানিশ প্রশিক্ষকের হুঙ্কার, ‘লড়াই চালিয়ে যাবো।’