HomeSports Newsহেক্টর-আনোয়ার জুটিতেই জোর কুয়াদ্রতের

হেক্টর-আনোয়ার জুটিতেই জোর কুয়াদ্রতের

- Advertisement -

নো অবজেকশন সার্টিফিকেট পেয়ে গিয়েছে আনোয়ার আলি (Anwar Ali)।  ইস্টবেঙ্গলের (East Bengal) হয়ে মাঠে নামার ক্ষেত্রে আর কোনও সমস্যা রইল না তাঁর। কেরালা ব্লাস্টার্স এফসির বিরুদ্ধে আসন্ন ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচেই আনোয়ারকে দেখা যেতে পারে লাল হলুদ জার্সিতে।

   

দলের সঙ্গে অনেক দিন হল যোগ দিয়েছেন আনোয়ার আলি। ডুরান্ড কাপের সেমিফাইনাল খেলার সময়েও স্কোয়াডের সঙ্গে ছিলেন। দলের সঙ্গে অনুশীলন করেছেন ধারাবাহিকভাবে। মাঝে খেলেছিলেন টিম ইন্ডিয়ার হয়ে। ইস্টবেঙ্গল এফসির হয়ে আর খেলা হয়নি।

আনোয়ার নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি পাওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন, কেরালা ব্লাস্টার্স এফসি ম্যাচে কি খেলবেন আনোয়ার আলি? ইস্টবেঙ্গল এফসির অনুশীলনে আনোয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। লাল হলুদের হেড কোচ কার্লস কুয়াদ্রতের ভাবনায় আনোয়ার রয়েছে। আপাতত যা আভাস তাতে আনোয়ারকে ইস্টবেঙ্গল এফসি=কেরালা ব্লাস্টার্স ম্যাচে দেখা যেতে পারে।

হেক্টর ইউস্তের সঙ্গে আনোয়ারকে সেন্ট্রাল ডিফেন্সে রেখে অনুশীলন করিয়েছেন কোচ। সিচুয়েশন প্র্যাকটিসে জোর দিয়েছেন লাল হলুদের স্প্যানিশ কোচ। গত মরশুমে মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে কার্যকর ভূমিকা নিয়েছিল হেক্টর ইউস্তে-আনোয়ার আলি জুটি। বাগানকে ভরসা জোগানো দুই ফুটবলার এবার ইস্টবেঙ্গলে। এখানেও এও কমবিনেশনের ওপর আস্থা রাখতে পারেন কোচ।

ইস্টবেঙ্গল এফসিকে জয়ের পথে ফিরতে হবে। বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে পরাজয় বরণ করে এবারের ইন্ডিয়ান সুপার লিগ মরশুম শুরু করেছে লাল হলুদ ব্রিগেড। ইস্টবেঙ্গল এফসির আক্রমণভাগের ধার খুব একটা বেশি ছিল না। ব্যাপকভাবে সমালোচিত হয়েছেন লাল হলুদ বাহিনীর কোচ। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে জয় পেয়েই মাঠ ছাড়তে চাইবেন ইস্টবেঙ্গল এফসির হেড কোচ।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular