Durand Cup: ডাউনটাউনের বিপক্ষে জয় ছিনিয়ে নিয়ে কী বললেন কুয়াদ্রাত? জানুন

ডুরান্ড কাপে (Durand Cup) জয়ের ধারা বজায় রাখল ইমামি ইস্টবেঙ্গল(East Bengal)। ইন্ডিয়ান এয়ারফোর্সের পর ডাউনটাউন হিরোস এফসির (Downtown Heroes FC) বিপক্ষে ও সহজ জয় পেয়েছে…

East Bengal Coach Carles Cuadrat

ডুরান্ড কাপে (Durand Cup) জয়ের ধারা বজায় রাখল ইমামি ইস্টবেঙ্গল(East Bengal)। ইন্ডিয়ান এয়ারফোর্সের পর ডাউনটাউন হিরোস এফসির (Downtown Heroes FC) বিপক্ষে ও সহজ জয় পেয়েছে কার্লেস কুয়াদ্রাতের ছেলেরা। যারফলে অনায়াসেই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছে ময়দানের এই প্রধান দল। আগামী ১৮ আগস্ট মোহনবাগান সুপার জায়ান্টের বিপক্ষে গ্ৰুপ পর্বের শেষ ম্যাচ খেলবে মশাল ব্রিগেড।

কিন্তু তার আগে টানা দুই ম্যাচে জয় পাওয়ায় আত্মবিশ্বাস অনেকটাই বাড়বে দলের ফুটবলারদের। তাছাড়া খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে ও যথেষ্ট খুশি স্প্যানিশ কোচ। ম্যাচ শেষে তিনি বলেন, ‘এই জয় যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমরা দুটি ম্যাচেই সফল হয়েছি। তবে গোলের ব্যবধান বাড়তে পারত। ছেলেরা খুব ভালো পারফরম্যান্স করেছে। এবার এক সপ্তাহের মধ্যে আমাদের দুইটি ম্যাচ রয়েছে। সেই নিয়ে প্রস্তুতি নিতে হবে।’

Advertisements

এছাড়াও আজাদ পারফরম্যান্স নিয়ে ও যথেষ্ট প্রশংসা করেন লাল-হলুদের হেডস্যার। কিন্তু তবুও সকলকে চিন্তায় রাখছে দলের রক্ষণভাগ। গত দুই ম্যাচে এগিয়ে থেকে ও গোল হজম করেছে ইস্টবেঙ্গল। সেক্ষেত্রে ডিফেন্ডারদের সক্রিয়তা নিয়ে দেখা দিয়েছে একাধিক প্রশ্ন। আসন্ন ডার্বি ম্যাচের আগে সেই সমস্ত ভুলভ্রান্তি শুধরে নেওয়াই এখন একমাত্র লক্ষ্য।