আসিয়ান কাপকে সামনে রেখে ডুরান্ডের স্কোয়াড ঘোষণা করলেন ইস্টবেঙ্গল কোচ

Advertisements গত শুক্রবার আসিয়ান (ASEAN Cup) জয়ের ২১ বছর উৎযাপন করা হয় ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব তাঁবুতে। যেখানে সম্মানিত করা হয় দলের আসিয়ান জয়ী সদস্যদের।…

Advertisements

গত শুক্রবার আসিয়ান (ASEAN Cup) জয়ের ২১ বছর উৎযাপন করা হয় ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব তাঁবুতে। যেখানে সম্মানিত করা হয় দলের আসিয়ান জয়ী সদস্যদের। স্মারকের পাশাপাশি অভিনব লাল-হলুদ জার্সি তুলে দেওয়া সকলের হাতে। পাশাপাশি ক্লাবের নব নির্মিত মিডিয়া সেন্টারের উদ্বোধন ও করা হয় সেইদিন। যা সহজেই মন কেড়েছে সমর্থকদের। কিন্তু সেখানেই শেষ নয়।

   

এই ঐতিহ্যবাহী আসিয়ান কাপকে সামনে রেখেই আসন্ন ডুরান্ড কাপের স্কোয়াড ঘোষণা করলেন লাল-হলুদ কোচ কার্লেস কুয়াদ্রাত (Carles Cuadrat)। শুক্রবার গভীর রাতে সোশ্যাল সাইটে একটি ভিডিও আপলোড করে ইমামি ইস্টবেঙ্গল। যেখানে আসিয়ান কাপের পাশে দাঁড়িয়ে দল ঘোষণা করতে দেখা যায় এই স্প্যানিশ কোচকে।

সেই অনুযায়ী এবারের ডুরান্ড কাপে দলের গোলরক্ষক হিসেবে থাকছেন প্রভসুখান সিং গিল, দেবজিত মজুমদার এবং আদিত্য পাত্র। দলের রক্ষণভাগ সামাল দেওয়ার জন্য থাকছেন লালচুংনুঙ্গা, হিজাজি মাহের, গুরসিমরত গিল, মার্ক জোথানপুইয়া, মনতোষ চাকলাদার, প্রভাত লাকরা, এবং মহম্মদ রাওকিপ।

মাঝমাঠে ঝড় তোলার জন্য থাকছেন সৌভিক চক্রবর্তী, সাউল ক্রেসপো, জিকসন সিং, মাদিহ তালাল, তন্ময় দাস, সায়ন ব্যানার্জি, পিভি বিষ্ণু, শ্যামল বেসড়া, আমন সিকে। উইঙ্গার হিসেবে থাকছেন নাওরেম মহেশ সিং এবং নন্দকুমার সেকার।

এছাড়াও আক্রমণভাগের শক্তি বাড়াতে দলে থাকছেন ডেভিড লালহানসাঙ্গা, ক্লেটন সিলভা, জেসিন টিকে, এবং গ্ৰীক তারকা দিমিত্রিওস ডায়মান্তাকস।‌ গত বছর ডুরান্ড ফাইনালে উঠলেও অল্পের জন্য হাতছাড়া হয়েছিল এই খেতাব। নিজেদের ভুলত্রুটি শুধরে নিয়ে ট্রফি জেতাই এখন প্রধান লক্ষ্য লাল-হলুদের।