ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal) থেকে ডার্বি ম্যাচের টিকিট পাওয়া যাবে।আগামী শনিবার চলতি ইন্ডিয়ান সুপার লিগের প্রথম লেগের ডার্বি ম্যাচ চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এফসি বনাম ATK মোহনবাগানের।
সন্ধ্যে ৭.৩০ মিনিটে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ২০২২-২৩ আইএসএল মরসুমেরর প্রথম লেগের ডার্বি ম্যাচ।হাইপ্রেসার গেম নিয়ে ইতিমধ্যেই দু’দলের সমর্থকদের মধ্যে উত্তেজনার পারদ সপ্তমে। এরই মধ্যে বৃ্হস্পতিবার ডার্বি ম্যাচের টিকিট বণ্টন নিয়ে বড়ো ঘোষণা সামিনে আসলো।
সীমিত সংখ্যক ২৯ অক্টোবর ডার্বির ম্যাচের টিকিট দেওয়া হবে ইস্টবেঙ্গল ক্লাব থেকে।
আগে আসার ভিত্তিতে(ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ) এই টিকিট পাওয়া যাবে। ডার্বি ম্যাচের টিকিট দেওয়া হবে ইস্টবেঙ্গল ক্লাব থেকে দেওয়া হবে ডার্বি ম্যাচের আগের দিন ২৮ অক্টোবর। দুপুর ২ টো থেকে সন্ধ্যে ৭ টা পর্যন্ত। তবে শুধুমাত্র ইস্টবেঙ্গল ক্লাবের মেম্বারশিপ কার্ড প্রাপ্তরা ওইদিন ক্লাব থেকে ডার্বি ম্যাচের টিকিট পাবে। টিকিট হাতে পাওয়ার জন্য ইস্টবেঙ্গল ক্লাবের মেম্বারশিপ কার্ড সঙ্গে নিয়ে আসতে হবে।
প্রসঙ্গত, টানা ৬ টা ডার্বি ম্যাচের রঙ সবুজ মেরুন। চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এফসি এবং ATK মোহনবাগান দু’দলই ডার্বি ম্যাচের আগে জয় পেয়েছে।ফলে আগামী শনিবারের ডার্বি ম্যাচ হাড্ডাহাডি হতে চলেছে বলাই চলে।