East Bengal Club : চূড়ান্ত হওয়া ফুটবলারদেরও হারাতে পারে ক্লাবে

East Bengal Football Club supporters showing their passion and love for the team
File picture

এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না। আগামী মরশুমে চূড়ান্ত হওয়া ফুটবলারদের ইস্টবেঙ্গলের (East Bengal Club) হয়ে মাঠে যে দেখা যাবেই এমনটা এখনও জোর দিয়ে বলা যাচ্ছে না। আশঙ্কার কারণ রয়ে যাচ্ছে।

ইতিমধ্যে বেশ কয়েকজন ফুটবলারকে নিশ্চিত করেছেন ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা। স্থানীয় ফুটবলারদের পাশাপাশি রয়েছেন ইন্ডিয়ান সুপার লিগ খেলা তারকা, রয়েছেন এক অভিজ্ঞ বিদেশি ফুটবলার। ট্রান্সফার ব্যান তাড়াতাড়ি না উঠলে এই ফুটবলাররা ক্লাবের সঙ্গে আর কতো দিন থাকবেন সে ব্যাপারে প্রশ্ন উঠতে শুরু করেছে।

   

East Bengal Club

দিন কয়েক আগেও মনে করা হয়েছিল লাল হলুদ ক্লাবের ওপর থেকে শীঘ্রই উঠে যেতে পারে ট্রান্সফার ব্যান। মাঝে অনেকটা সময় আরও পেরিয়ে গিয়েছে। কিন্তু ব্যান এখনও ওঠেনি। এদিকে ভারতে ট্রান্সফার উইন্ডো খুলে গিয়েছে। কোন ক্লাবে কোন ফুটবলার যাচ্ছেন সে ব্যাপারে আসতে শুরু করবে আপডেট।

ইন্ডিয়ান সুপার লিগে খেলা ইভান গঞ্জালেজ, মহম্মদ রকিপ, মোবাশির রহমান, সার্থক গোলুই, জেরি লালরিনজুয়ালাদের কলকাতার ক্লাব ইতিমধ্যে নিশ্চিত করেছেন। দুই তরফে সংযোগ স্থাপন করে রয়েছে প্রি-কনট্র্যাক্ট। অর্থাৎ অগ্রিম চুক্তি। আসল সই করানোর কাজ এখনও বাকি রয়েছে। ট্রান্সফার ব্যান না তোলা পর্যন্ত সেটা কর্তারা করতে পারবেন না। এই পরিস্থিতিতে ফুটবলাররা অন্য ক্লাবে যোগ দিতে পারেন, এমন সম্ভাবনাও রয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন