East Bengal : আসন্ন জাতীয় লিগে অংশ নেবে লাল-হলুদের তরুণীরা

কয়েক মাস আগেই দাপটের সাথে কন্যাশ্রী কাপ ছিনিয়ে নিয়েছে ইস্টবেঙ্গলের (East Bengal ) মহিলা দল। যা নিয়ে উচ্ছসিত আপামর ফুটবলপ্রেমী মানুষ।

East Bengal Club's Women's Team posing for a photograph

কয়েক মাস আগেই দাপটের সাথে কন্যাশ্রী কাপ ছিনিয়ে নিয়েছে ইস্টবেঙ্গলের (East Bengal ) মহিলা দল। যা নিয়ে উচ্ছসিত আপামর ফুটবলপ্রেমী মানুষ। তবে এবার লড়াই আরো বড়। রাজ্যের পর এবার গোটা দেশের মধ্যে নিজেদের মেলে ধরার লড়াই সুলঞ্চনাদের। এ ক কথায়, এবারের মহিলা জাতীয় লিগে (National Women’s League) খেলতে চলেছে লাল-হলুদ ব্রিগেড।

উল্লেখ্য, গত কয়েকদিন আগেই এবারের এই লিগে ইস্টবেঙ্গল কে খেলার সুযোগ দেওয়ার কথা শোনা যাচ্ছিল আইএফএর অন্দর থেকে। শেষ পর্যন্ত সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিজেদের সিদ্ধান্ত জানাল ফেডারেশন। সেইমতো এই লিগের প্রগতি ও উন্নতির কথা বিবেচনা করেই মহিলাদের এই জাতীয় লিগে সুযোগ দেওয়া হল ইস্টবেঙ্গলকে।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

কিন্তু কবে থেকে শুরু হবে জাতীয় লিগ? এই নিয়েই গত সোমবার একটি বিশেষ বৈঠক করা হয় লিগ কমিটির তরফ থেকে। সেই অনুযায়ী সব ঠিকঠাক থাকলে আগামী মাসের ২৫ তারিখ থেকেই শুরু হবে এই ফুটবল টুর্নামেন্ট। পাশাপাশি দলের খেলোয়াড়দের নিয়ে ও উঠে এসেছে বিশেষ নির্দেশিকা।

জানা গিয়েছে, এই জাতীয় লিগে অংশগ্রহণকারী প্রতিটি দল মাত্র তিনজন করে বিদেশি ফুটবলার সাইন করাতে পারবে। ম্যাচ চলাকালীন যাদের মধ্যে দুজন কে মাঠে রাখা যাবে। আগামী কয়েকদিনের মধ্যেই প্রকাশিত হবে ম্যাচের র্নিঘন্ট।