East Bengal : এখনও হয়নি সই! ইস্টবেঙ্গলে সবে শুরু বাছাই পর্ব

ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবের ভবিষ্যত এখনও জানা নেই। দলবদলের বাজারে লাল হলুদ ক্লাব যতটা শোরগোল ফেলে দিয়েছিল এখন তাতে ভাটার টান। কতদূর এগিয়েছে দল গঠন…

East Bengal FC

ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবের ভবিষ্যত এখনও জানা নেই। দলবদলের বাজারে লাল হলুদ ক্লাব যতটা শোরগোল ফেলে দিয়েছিল এখন তাতে ভাটার টান। কতদূর এগিয়েছে দল গঠন পর্ব?

Advertisements

পশ্চিমবঙ্গের বহু মাঠে এখন ম্যাচ চলছে। সেখান থেকে ফুটবলার বাছাই করে নিতে চাইছেন লাল হলুদ কর্তারা। প্রাথমিক বাছাই পর্ব সম্পাদন করার জন্য নিয়োগ করা হয়েছে প্রাক্তন ফুটবলারদের। তাঁরা মাঠ থেকে খেলা দেখে জানাবেন ক্লাবের কর্তাদের। 

   

ইস্টবেঙ্গল সমর্থকদের প্রশ্ন, সই বা চূড়ান্ত কিছু কি হয়েছে? জানা গিয়েছে, কোনও ফুটবলার এখনও চূড়ান্ত হননি । প্রাথমিক পর্যায়ে প্রাক্তন ফুটবলাররা তালিকা দিয়েছেন ক্লাবের কর্তাদের হাতে। তাঁরা তালিকা থেকে বাছাই করার কাজটি এখন করছেন বলে মনে করা হচ্ছে।

এর আগে জানা গিয়েছিল যে ঘরোয়া লিগে খেলা কয়েকজন ফুটবলারের সম্মতি আদায় করা হয়েছে। কিন্তু সংখ্যাটা খুব বেশি নয় বলে অনুমেয়। স্বদেশী ব্রিগেডের পাশাপাশি বিদেশি ফুটবলার চয়ন করার বিষয়টি রয়েছে। ইন্ডিয়ান সুপার লিগের অন্যান্য দলগুলো ক্রমশ গুছিয়ে নিচ্ছেন নিজেদের। লাল হলুদ কর্তারাও জানেন বাস্তব পরিস্থিতি।