সব ঠিক থাকলে ইস্টবেঙ্গল (East Bengal) এবং ইমামি গোষ্ঠীর মধ্যে আগামী কয়েক দিনের মধ্যে সই হতে পারে। নতুন করে দেখা দিয়েছে আশার আলো। ময়দানে শোনা যাচ্ছে, সই হবে হবে করছে এমন আবহে নাকি দল গঠন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
বৃহস্পতিবার দুপুরের আগে জানা গিয়েছিল, নতুন কোম্পানি গঠনের ব্যাপারে ইতিমধ্যে আবেদন করা হয়েছে। ক্লাব ও গোষ্ঠীর উদ্যোগী গঠিত নতুন কোম্পানির নাম হতে পারে ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব প্রাইভেট লিমিটেড। মাঠে অবশ্য এই নামে দল না-ও খেলতে পারে।
নতুন কোম্পানি গঠনের খবর ছড়িয়ে পড়তেই আলোড়িত হয়েছিল ফুটবল মহল। সই কবে হবে, ফের এই প্রশ্ন দানা বেঁধেছিল লাল হলুদ জনতার মনে। ইমামি গোষ্ঠীর একজন কর্তা এখন বিদেশি রয়েছেন, আর একজন অসুস্থ। চলতি সপ্তাহে যদি নাও হয়, তাহলে সামনের সপ্তাহে সই হচ্ছে বলে অনেকের ধারণা।
আরও জানা গিয়েছে, দল গঠনের ব্যাপারে শুরু হয়ে গিয়েছে ভাবনা চিন্তা। কীভাবে দ্রুত ফুটবলার নেওয়া যায়, সে ক্ষেত্রেও কর্তারা কাজ শুরু করে দিয়েছেন। কোনো এজেন্সির সাহায্যে দলে নেওয়া হতে পারে নতুন ফুটবলার।