দল গঠনের প্রক্রিয়া অনেক আগে শুরু হয়েছিল। জটিলতার কারণে মাঝে থমকে গিয়েছিল। আবার ফুটবলার নিশ্চিত করার কাজ শুরু হয়েছে ইস্টবেঙ্গল ক্লাবে (East Bengal Club)। সেই সঙ্গে চলছে কোচ নিয়োগের প্রক্রিয়া।
সূত্রের খবর, কোচ বাছাইয়ের কাজ ইতিমধ্যে শুরু করেছেন ইস্টবেঙ্গল কর্তারা। ইতিমধ্যে কয়েকজনের নাম নিয়ে তাঁরা আলোচনা করেছেন বলে খবর। ইন্ডিয়ান সুপার লিগের অভিজ্ঞতা রয়েছে এমন একজনকে কোচ হিসেবে নিয়োগ করা হতে পারে।
প্রাপ্ত খবর অনুযায়ী, লাল হলুদ ক্লাবের নজরে বেশ নামী কোচের তালিকা রয়েছে। ইতিমধ্যে কয়েক জনের সঙ্গে কথা হলেও হয়ে থাকতে পারে। দীর্ঘ দিন ঘরে জেরার্ড নাসের নাম জল্পনায় রয়েছে।
চলতি সপ্তাহেই সই হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার এমন সম্ভাবনার কথা জানিয়েছিলেন। তিনি এও বলেছেন, ইমামি কর্তারাও দ্রুত সই পর্ব মিটিয়ে নিতে চাইছেন। তাই এই সপ্তাহটা খুবই গুরুত্বপূর্ণ। সই সংবাদ শোনার জন্য সমর্থকরাও উদগ্রীব।
সামনেই কলকাতা ফুটবল লিগ। সেখানে ইস্টবেঙ্গলের খেলার ইচ্ছা রয়েছে। তাই যা করার দ্রুত করতে হবে। দল গঠনের পাশাপাশি অনুশীলন শুরু করা প্রয়োজন। এই বিষয়টিও কর্তাদের ভাবনায় রয়েছে। সই হয়ে যাওয়ার পরেই হয়তো শুরু হয়ে যাবে অনুশীলন। সেই সঙ্গে চলবে নিজেদের আরও গুছিয়ে নেওয়ার কাজ।