চুক্তি পত্রে সই হবে হবে করছে। এমন সময় ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal Club) থেকে এল খুশির খবর। আরও এক স্প্যানিশ ফুটবলারকে নিশ্চিত করেছে ক্লাব। বিগত কয়েক দিন ধরে লাল হলুদ তাঁবুতে খেলছে মনোরম হাওয়া। ইমামি গোষ্ঠীর সঙ্গে সই হওয়া এবার শুধু সময়ের অপেক্ষা। চলতি সপ্তাহেই পাওয়া যেতে পারে বহু প্রতীক্ষিত সেই খবর।
সেই সঙ্গে আজ, অর্থাৎ সোমবার থেকেই দল গঠন প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে জানা গিয়েছিল। আর হলও তাই। হয়তো অনেকের প্রত্যাশার থেকে অনেকটা বেশিই হল। ইস্টবেঙ্গল ক্লাব নিশ্চিত করেছে স্পেনের উইঙ্গার আরিদাই ক্যারবেরাকে। এই ফুটবলার ইতিমধ্যে ইন্ডিয়ান সুপার লিগে সুনামের সঙ্গে খেলেছেন। ওড়িশা ফুটবল ক্লাবের হয়ে ফুটবল প্রেমীদের নজর কেড়েছিলেন। মাঝমাঠে দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তাঁর রয়েছে। সেই সঙ্গে উইং বরাবর দৌড় এবং এরিয়াল বলে মুন্সিয়ানা। সব মিলিয়ে লাল হলুদ ক্লাবের এই সই বেশ তারিফ যোগ্য। যদিও এই খবরে ফুটবল মহলের একাংশ এখনই সিলমোহর দিচ্ছেন না। কেউ কেউ বলছেন, এই খবর আপাতত সম্ভাবনার স্তরে রয়েছে।
এর আগে আরও একজন স্প্যানিশ ফুটবলারকে নিশ্চিত করেছিল ইস্টবেঙ্গল। তিনি ইভান গঞ্জালেজ। ফুটবল ক্লাব গোয়ার হয়ে চুটিয়ে ফুটবল খেলেছেন। লাল হলুদ জার্সি পরে মাঠ নামবেন বলে মুখিয়ে রয়েছেন। এবার তাঁর সঙ্গে যুক্ত হলেন আরও এক স্পেনের ফুটবলার।