East Bengal Club: নিজেদের সবটুকু দিয়েই চেষ্টা চালাচ্ছেন কর্তারা

East Bengal supporter

দল গঠনের কাজে অনেক দিন আগে নেমে পড়েছিলেন ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal) কর্তারা। ইতিমধ্যে বেশ কয়েকজন ফুটবলারকে তাঁরা নিশ্চিত করেছেন। কোয়ালিটি টিম তৈরি করতে হলে দরকার ভালো মানের আরও ফুটবলার।

ভালো মানের ফুটবলার সই করাতে হলে দরকার ভালো টাকা। বিনিয়োগকারী কোম্পানি ইমামির পক্ষ থেকে ভালো থাকার ব্যাপারে আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গিয়েছিল। কিন্তু তাদের মধ্যে চূড়ান্ত সই হয়েছে বলে এখনও জানা যায়নি।

   

কিছু দিন আগে জানা গিয়েছিল, ক্লাব এবং কোম্পানির মধ্যে পাকা কথা হওয়া শুরু সময়ের অপেক্ষা। গত মরশুমের তুলনায় এবার দলের মান ভালো হবে এমনটা আশা করছেন ক্লাবের সমর্থকরা।

ময়দানে গুঞ্জন, ফুটবলারদের ভরসা যোগাতে অনেকটা শ্রম দিতে হচ্ছে ক্লাব কর্তাদের। সেই সঙ্গে ট্রান্সফার ফি দিয়ে খেলোয়াড় নিয়ে আসার অপশনটি রয়েছে এখনও। সে দিকেও লাল হলুদ কর্তারা চেষ্টা চালিয়ে যাবেন বলে মনে করা হচ্ছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন