East Bengal Club: বেতন সমস্যা তাড়াতাড়ি মিটতে পারে

ট্রান্সফার ব্যান সংক্রান্ত সমস্যা তাড়াতাড়ি উঠে যাবে বলে মনে করা হচ্ছে। ইস্টবেঙ্গল ক্লাবের (East Bengal Club) প্রাক্তন বিনিয়োগকারী শ্রী সিমেন্ট আগের থেকে আরও কিছুটা নমনীয়…

East Bengal Club

ট্রান্সফার ব্যান সংক্রান্ত সমস্যা তাড়াতাড়ি উঠে যাবে বলে মনে করা হচ্ছে। ইস্টবেঙ্গল ক্লাবের (East Bengal Club) প্রাক্তন বিনিয়োগকারী শ্রী সিমেন্ট আগের থেকে আরও কিছুটা নমনীয় হয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে ইতিমধ্যে দাবি করা হয়েছে।

ওমিদ সিং সহ বেশ কয়েকজন ভারতীয় ফুটবলারের বকেয়া বাকি থাকায় ট্রান্সফার ব্যানের মুখে পড়তে হয়েছিল ক্লাবকে। ভারতে ইতিমধ্যে খুলে গিয়েছে ট্রান্সফার উইন্ডো। কিন্তু ব্যান পুরোপুরি না ওঠা পর্যন্ত নতুন ফুটবলারকে সই করাতে পারবে না ইস্টবেঙ্গল ক্লাব।

East Bengal Club: বেতন সমস্যা তাড়াতাড়ি মিটতে পারে

Advertisements

বেতন সংক্রান্ত সমস্যার জন্য অন্যান্য ফুটবলাররাও লাল হলুদ তাঁবুতে পা বাড়ানোর আগে দ্বিধা বোধ করছেন বলে অনেকে মনে করছেন। তাদের আস্থা অর্জনের জন্য বিনিয়োগকারীদের সঙ্গে চুক্তি চূড়ান্ত করা প্রয়োজন। সেই সঙ্গে বকেয়া মিটিয়ে দিয়ে তুলতে হবে ট্রান্সফার ব্যান।

আগে জানা গিয়েছিল, বকেয়া ফুটবলারদের বেতন মেটাতে আগ্রহী নয় শ্রী সিমেন্ট। সেই জায়গা থেকে কিছু দিন আগেই তারা সরেছিল। ইতিমধ্যে সাতজন ফুটবলারের সঙ্গে মীমাংসা হয়েছে বলে অনুমান। এখনও বাকি চারজন।