বিনিয়োগকারী ইমামি গোষ্ঠীর সঙ্গে চুক্তিপত্রে চূড়ান্ত সই এখনো বাকি। স্বভাবতই ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal) সমর্থকদের মধ্যে উৎকণ্ঠা রয়েছে। এরকম পরিস্থিতিতে শোনা যাচ্ছে, খুব শীঘ্রই সই পর্ব মিটিয়ে দলের দায়িত্ব নিতে চাইছে ইমামি গ্রুপ।
ইস্টবেঙ্গল কর্তাদের নজরে ফুটবলাররা ছিলেন, তাদের অনেকেই আইএসএল-এর অন্য দলে চলে গিয়েছে। এহেন পরিস্থিতিতে প্ল্যান বি নিয়ে ইমামি শীঘ্রই মরশুমের প্রথম সই করাতে চাইছে বলে মনে করা হচ্ছে। শোনা যাচ্ছে , এক দু-দিনের মধ্যে তারা এক নয়, তিনজন ভারতীয় ফুটবলারকে সই করাতে পারে।
দল বদলের বাজারে এখনো অনেকেই দল পাননি। কেউ কেউ ইতিমধ্যে রিলিজ হয়েছেন। কিছুদিনের মধ্যে সেই সকল ফুটবলারদের সঙ্গে কথা বলে বাছাই পর্ব সারতে চাইছে ইমামি।
সূত্রের খবর, বেশ কয়েকজনের সঙ্গে ইতিমধ্যে কথাবার্তা হয়েছে। তাঁদের মধ্যে দু’জন ফুটবলার ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন এবং আগেও ইস্টবেঙ্গলের খেলেছেন। অবশ্য তাদের মধ্যে জবি জাস্টিনের নাম প্রথমে আসছে।
আরো দুজন ফুটবলারের মধ্যে সম্ভবত সালাম রঞ্জন সিং ও সুরচন্দ্র সিংহের নাম ঘোরাফেরা করছে। আবার রাজু গায়কোয়াড , বিকাশ জাইরুদের মতো ফুটবলার তালিকায় রয়েছেন বলে অনুমান। যত তাড়াতাড়ি সই সম্পন্ন হবে তত তাড়াতাড়ি ফুটবলারদের নিয়ে দল গঠনের কাজ শুরু করা সম্ভব হবে।