কথা মতো কাজ হলে নতুন সপ্তাহে ইস্টবেঙ্গল ক্লাবের (East Bengal Club) সঙ্গে ইমামি গোষ্ঠীর সই হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সই মিটলেই দল গঠনের পালা। তারপর রয়েছে কলকাতা ফুটবল লিগ।
হাতে সময় খুবই কম। সই সম্পন্ন হওয়ার পর নতুন ফুটবলার সই, তারপর দল গঠন করে অনুশীলন। সময় সাপেক্ষ ব্যাপার। ইতিমধ্যে কলকাতা ফুটবল লিগের দামামা বেজে দিয়েছে। মোটামুটি দল সাজিয়ে মাঠে নামার জন্য এক সপ্তাহ সময়ও হয়তো হাতে পাবে না ইস্টবেঙ্গল। এই পরিস্থিতিতে ভরসা হতে পারে রিজার্ভ দল।
বিনিয়োগকারীর সঙ্গে আলোচনা হওয়ার অনেক আগে থেকে দল গঠনের কাজে নেমে পড়েছিলেন লাল হলুদ কর্তারা। ঘরোয়া ফুটবলে ভালো খেলা বেশ কয়েকজন ফুটবলারকে নিশ্চিত করা সম্ভব হয়েছে। তাঁদেরকে নিয়েই হয়তো প্রতিযোগিতায় মাঠে নামবে কলকাতার ঐতিহ্যবাহী ক্লাব।
ইস্টবেঙ্গল স্থানীয় যে ফুটবলারদের নিশ্চিত করেছে বড় মঞ্চে তাঁরা অনেকেই পরীক্ষিত নন। বড় দলের জার্সি পরে মাঠে নেমে তরুণ ফুটবলাররা কতোটা কী করতে পারেন সেটা দেখার বিষয়। আপাতত যে পরিস্থিতি তাতে বিষ্ণু টি এম, নিরঞ্জন মন্ডল, শুভম ভৌমিক, তুহিন দাস, শুভেন্দু মান্ডি, নবি হোসেন খান চৌধুরীদের দিকে নজর থাকবে ফুটবল প্রেমীদের।