East Bengal Club : পছন্দের ফুটবলারদের তালিকা কর্তারা তৈরি করেই রেখেছেন

east-bengal-club

আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তার পরেই নতুন সপ্তাহ। আগামী কয়েক দিনের মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal Club) ও ইমামি কোম্পানির সই পর্ব। তারপর দল গঠন। প্রত্যাশার থেকে তাড়াতাড়িই হয়তো মিটে যাবে সব কাজ।

অনেক দিন ধরে অপেক্ষা করছেন ইস্টবেঙ্গল সমর্থকরা। আশায় আশায় অনেকগুলো সপ্তাহ তাঁরা কাটিয়ে দিয়েছে। ১৮ তারিখ সকাল থেকে নতুন দিন শুরু, সেই সঙ্গে হয়তো নতুন পথ চলার উদয় রাগ। সব ঠিক থাকলে সপ্তাহের প্রথম দিকেই হয়ে যেতে পারে সই। ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা অন্তত তেমনটাই আশা করছেন। ইমামি কোম্পানির কর্মকর্তারাও সম্ভবত।

   

সই হওয়ার পর ফুটবল প্রেমীরা তাকিয়ে থাকবেন দল গঠনের দিকে। ইতিমধ্যে বেশ কয়েকজন ফুটবলারকে লাল হলুদ কর্তারা নিশ্চিত করেছেন। একাধিক তারকা ফুটবলাররাও রয়েছেন। তাঁদের সই করিয়ে পাকা করতে হবে। ভালো মানের আরও নতুন নতুন খেলোয়াড় দলে নিতে হবে।

এখনও পর্যন্ত যা খবর তাতে একবার সই হয়ে গেলে ফুটবলার দলে নেওয়ার কাজ দ্রুত হয়ে যেতে পারে। কারণ ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা ইতিমধ্যে পছন্দের খেলোয়াড়দের নাম সাজিয়ে একটি তালিকা তৈরি করে রেখেছেন। সেখান থেকে কারও কারও নাম বাদ যেতে পারে। দল বদলের মরসুমে ইতিমধ্যে বহু ফুটবলার খুঁজে নিয়েছেন নতুন ঠিকানা। তালিকায় থাকা বাকি ফুটবলারদের চূড়ান্ত করতে হবে কর্তাদের। সেই সঙ্গে ভালো মানের বিদেশি চয়ন। শোনা যাচ্ছে, ইভান গঞ্জালেজ যে এজেন্সি মারফৎ লাল হলুদ তাঁবুতে এসেছেন, সেই এজেন্সির সঙ্গে ইস্টবেঙ্গলের একটা যোগ রয়েছে। তাই বিদেশি দলে নিতেও হয়তো খুব বেশি বেগ পেতে হবে না ক্লাবকে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন