East Bengal Club : দাদা-দিদি সক্রিয়, তবু ইস্টবেঙ্গলে ম্যানচেস্টার যোগ নিয়ে প্রশ্ন

কলকাতা ময়দানে ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে আলোচনা। সৌজন্যে ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal Club)। সিমেন্ট কোম্পানি, বসুন্ধরা গ্রুপ, ব্যাঙ্ক ইত্যাদির পর ভেসে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেডের (Manchester United)…

East Bengal Club : দাদা-দিদি সক্রিয়, তবু ইস্টবেঙ্গলে ম্যানচেস্টার যোগ নিয়ে প্রশ্ন

কলকাতা ময়দানে ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে আলোচনা। সৌজন্যে ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal Club)। সিমেন্ট কোম্পানি, বসুন্ধরা গ্রুপ, ব্যাঙ্ক ইত্যাদির পর ভেসে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেডের (Manchester United) নাম। এটাও অবশ্য নিশ্চিত নয়; সম্ভাবনা।

বুধবার সন্ধ্যা থেকে ইস্টবেঙ্গলের সঙ্গে ম্যানচেস্টার যোগের কথা শোনা যাচ্ছে। এ-ও মনে করা হচ্ছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় দু’জনেই ইস্টবেঙ্গলের পাশে থাকার ব্যাপারে সক্রিয়। মুখ্যমন্ত্রীর কথা প্রায় প্রত্যেকেই জানেন। নববর্ষের দিন থেকে আলোচনায় সৌরভ।

   

ইন্ডিয়ান সুপার লিগের সঙ্গে ইংলিশ প্রিমিয়ার লিগের যোগাযোগ রয়েছে। এছাড়াও মুম্বাই সিটি এফসির সঙ্গে ম্যানচেস্টার সিটি, হায়দরাবাদ এফসির সঙ্গে উলভস যুক্ত । অতীতে এটিকের সঙ্গে ছিল অ্যাথলেটিকো মাদ্রিদ।

Advertisements

এখন প্রশ্ন হচ্ছে ইস্টবেঙ্গলে ইউনাইটেড সম্ভাবনা যদি সত্যি হয় তাহলে প্রিমিয়ার লিগের ঐতিহ্যবাহী ক্লাবকে কোন ভূমিকায় দেখা যেতে পারে। ইনভেস্টর বা বিনিয়য়োগকারী হিসেবে নাকি কৌশলগত সম্পর্কে। স্ট্র্যাটেজিক পার্টনারশিপে ইস্টবেঙ্গল সমর্থক কিংবা ফুটবল বিশেষজ্ঞদের অনেকেই বিশেষ গুরুত্ব দিচ্ছেন না। কারণ ক্লাবের এখন প্রয়োজন ইনভেস্টর। তাই গুজব বা সম্ভাবনা যাই হোক না কেন, ক্লাব সমর্থকরা কর্তাদের ঘোষণার অপেক্ষায় দিন গুনছেন।