খারাপ সময় যেন কিছুতেই কাটছে না লাল-হলুদের (East Bengal)। আইএসএল অংশ নেওয়ার পর প্রায় তিনবছর হতে চলল পুরোনো ছন্দে নেই দল। প্রতি বছর ইনভেস্টর বদল করার পাশাপাশি কোচ ও দলের খেলোয়াড় বদলে ফেললে ও বদলাচ্ছে না পরিস্থিতি। গত বছরের মতো এবার ও লিগ টেবিলের শেষের দিকে থেকেই অভিযান শেষ করেছে ইস্টবেঙ্গল। যা কিছুতেই মেনে নিতে পারছেন না সমর্থকরা। ক্রমশ ধৈর্য হারাচ্ছেন তারা।
এই পরিস্থিতিতে আগামী মরশুমের জন্য এখন থেকেই দল গঠনের কাজ শুরু করে দিল ইমামি ইস্টবেঙ্গল। ইন্ডিয়ান সুপার লিগে ধরাশায়ী ফলাফলের পর গত ২৩ তারিখ নতুন কোচের পাশাপাশি দল গঠনের বিষয়ে লগ্নিকারী সংস্থার সঙ্গে বৈঠকে বসে সাবেক ক্লাব কর্তারা। এরপর হয়ে গিয়েছে আরো দুটো বৈঠক কিন্তু বেরিয়ে আসেনি কোনো সমাধান সূত্র।
আগের বৈঠক থেকে দলের কোচ বদলের পাশাপাশি বাজেট বৃদ্ধির বিষয়ে আলোচনা হলেও ঠিক কে হবেন আগামী মরশুমের কোচ তা এখনো ধোঁয়াশা। বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, আগামী মরশুমে ক্লাব কর্তাদের পছন্দের কোচদের তালিকা আপাতত রয়েছেসার্জিও লোবেরা, ও অ্যান্তোনিও লোপেজ হাবাসের মতো বহু হাইপ্রোফাইল নাম। কিন্তু এখনো পর্যন্ত কারুর থেকেই কোনও ইঙ্গিত মেলেনি। পাশাপাশি বাজেট বৃদ্ধির ক্ষেত্রে ও দেখা দিয়েছে ধোঁয়াশা।
আসলে আগামী মরশুমের জন্য বাজেট বাড়ানোর ক্ষেত্রে ইমামির তরফে ইতিবাচক মনোভাব থাকলেও সেই সংখ্যা অন্যান্য ফ্র্যাঞ্চাইজি গুলির মতো বৃহৎ নয়। যারফলে, তাদের পাশে দাঁড়াতে নতুন করে কো-স্পনসর খোঁজা শুরু করেছে লাল-হলুদ কর্তারা। যাতে আগামী দিনে ভালো বিদেশি আনার পাশাপাশি কোচ ও দলের গোটা ইয়ুথ সিস্টেম কে শক্তিশালী করে তোলার জন্য বাড়তি অর্থ উঠে আসে।
অন্যদিকে গত শনিবার ক্লাব তাঁবুতে বৈঠক শেষ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেবব্রত মুখোপাধ্যায় বলেছিলেন, আগামী পনেরো দিনের মধ্যেই নতুন কোচের নাম ঘোষণা করবে দল। যা শুনে আগ্ৰহ তুঙ্গে উঠেছে লাল-হলুদ সমর্থকদের। শেষ পর্যন্ত কার হাতে ওঠে ইস্টবেঙ্গলের দায়িত্ব, এখন সেটাই দেখার।