East Bengal: ঘরের ছেলেকে ঘরে ফেরাতে মরিয়া লাল-হলুদ, আসবেন প্রাক্তন অধিনায়ক?

Harmanjot Singh Khabra - Indian Footballer

হিরো ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গলের (East Bengal) ভরাডুবির পর থেকেই রীতিমতো নড়চড়ে বসেছে কর্তারা। তাই টুর্নামেন্ট শেষ হতেই দলের লগ্নিকারী সংস্থার সঙ্গে বৈঠকে বসে লাল-হলুদ। ঠিক হয় চলতি মরশুমে সুপার কাপের পরেই বদল করা হবে দলের কোচ। সেইসাথে নতুন করে সাজানো হবে গোটা দল।

কিন্তু কার উপরে উঠবে দলের দায়িত্ব, সেই নিয়ে এখনো পর্যন্ত কোনো কিছু জানানো হয়নি ইস্টবেঙ্গল শিবিরের তরফ থেকে। তবে শুধু কোচই নয়, শোনা যাচ্ছে আগামী মরশুমের দল গঠনের জন্য একাধিক খেলোয়াড়দের সাথেও নাকি যোগাযোগ শুরু করেছে ইমামি ইস্টবেঙ্গল ক্লাব। যাদের মধ্যে রয়েছেন লাল-হলুদের প্রাক্তন তারকা হরমনজোত সিং খাবরা (harmanjot singh khabra)।

   

অবাক লাগছে? কিন্তু অবাক লাগলে ও এমনটাই শোনা যাচ্ছে বিশেষ কয়েকটি মাধ্যমের তরফ থেকে। উল্লেখ্য, লাল-হলুদ জার্সিতে নিজের সেরা একটি সময় কাটিয়েছিলেন খাবরা। গত ২০০৯ সাল থেকে শুরু করে ২০১৩ , ২০১৪ মরশুমে ও এই ইস্টবেঙ্গলের হয়ে নিজের সেরাটা দিয়েছিলেন তিনি। অধিনায়ক থাকার পাশাপাশি দলের সমস্ত সভ্য সমর্থকদের নয়নের মনি ও ছিলেন এই খাবরা। তবে আইএসএলের অগ্ৰগমনের পর থেকেই লাল-হলুদ ছেড়ে একাধিক দলের হয়ে খেলেছেন তিনি। চলতি মরশুমের আইএসএল টুর্নামেন্টে ও কেরালা ব্লাস্টার্সের হয়ে ৭টি ম্যাচ খেলেছেন এই ৩৫ বছর বয়সী ফুটবলার।

শোনা যাচ্ছে, এবার তাকেই নাকি দলে ফেরাতে চলেছে ইমামি ইস্টবেঙ্গল ক্লাব। জানা গিয়েছে, আগামী মার্চ মাসের শেষের দিকেই কেরালার সঙ্গে চুক্তি শেষ হবে এই ভারতীয় রাইট ব্যাকের। তাই এখন থেকেই তার সাথে কথা বলে রাখছে ইমামি ম্যানেজমেন্ট। সেই কথাও নাকি এগিয়ে গিয়েছে অনেকটাই দূরে। তাই সব ঠিকঠাক থাকলে আগামী মরশুমের আইএসএলে ফের ইস্টবেঙ্গল জার্সিতে ধরা দিতেই পারেন হরমনজোত সিং খাবরা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন