
ইস্টবেঙ্গল (East Bengal) মাঠের একি হাল! আঁতকে উঠছে ফুটবল প্রেমীরা। আশঙ্কা করছেন আগামী দিনে ঘটতে পারে আরও বড় কোনো অঘটন।
শুরু হয়ে গিয়েছে ইমামি ইস্টবেঙ্গলের অনুশীলন। লাল হলুদ ক্লাবের মাঠেই চলছে প্র্যাকটিস। বিভিন্ন ফ্যান গ্রুপের সৌজন্যে ইতিমধ্যে অনুশীলনের বেশ কিছু ছবি উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। ফুটবলারদের পাশাপাশি ধরা পড়েছে মাঠের হাল।
অনুশীলন করার সময় ইতিমধ্যে লাল হলুদের দুই ফুটবলার চোট পেয়েছেন। যার মধ্যে অন্যতম অনিকেত যাদব। কিছু দিন আগে মাঠের ধারে বসে থাকতে হয়েছিল তাঁকে। ফুটবল প্রেমীদের মনে প্রশ্ন ছিল, অনিকেতের চোট লাগল কী করে।
আগামী দিনে ইমামি ইস্টবেঙ্গলের অনুশীলন অন্য মাঠে সরতে পারে বলে শোনা গিয়েছিল। যার কারণ হয়তো এবার অনেকে বুঝতে পারছেন। যারা নিয়মিত মাঠে যান তারা আগেই হয়তো কারণ অনুধাবন করতে পেরেছিলেন। বৃষ্টি ভেজা ইস্টবেঙ্গল ক্লাবের মাঠ আতঙ্ক তৈরি করার মতোই। সাইড লাইনের ধারে ঘাসের থেকে কাদার পরিমাণ বেশি। মাঠের ধার বরাবরই দৌড়ান ফুটবলাররা। পায়ের চাপে জায়গায় হয়ে গিয়েছে গর্ত। আটকে যেতে পারে পা। যার ফলে চোট পেতে পারেন ফুটবলাররা। ঐতিহ্যবাহী ক্লাবের মাঠে দেখে ফুটবল প্রেমীদের অনেকেই ক্রুদ্ধ। কেউ কেউ ব্যবহার করছেন ‘ খাটাল ‘, ‘ ধান জমি ‘র মতো উপমা।










