East Bengal Club : খুলে গেল ট্রান্সফার উইন্ডো, এবার ইস্টবেঙ্গলের চমকের অপেক্ষা

East Bengal FC

ভারতে খুলে গেল ট্রান্সফার উইন্ডো। দল গঠনের বড় খবর একের পর এক আসতে শুরু করবে এবার। ফুটবল প্রেমীরা তাকিয়ে থাকবেন ইস্টবেঙ্গলের (East Bengal Club) দিকে। হয়তো কোনো চমক দেবে ক্লাব।

গত মরশুম শেষ হওয়ার আগেই দল গোছানোর কাজে নেমে পড়েছিলেন ইস্টবেঙ্গল কর্তারা। বহু ফুটবলারের কাছে পাঠানো হয়েছে প্রি কনট্র্যাক্ট। এবার ট্রান্সফার উইন্ডো খুলে গিয়েছে। ইনভেস্টর এসে গিয়েছে। ক্লাব সমর্থকরা ভালো কিছুর আশা করতেই পারেন।

   

শোনা গিয়েছিল যে দল গঠনের ব্যাপারে ইস্টবেঙ্গল কর্তাদের পাশে থাকার ব্যাপারে আশ্বাস দিয়েছিল বিনিয়োগকারী কোম্পানি ইমামি। গত মরশুমের তুলনায় মজবুত দল হয়তো ইস্টবেঙ্গল এবার তৈরি করতে পারবে। 

ইতিবাচক দিক যেমন রয়েছে, তেমনই রয়েছে কিছু ভাবনার বিষয়। ক্লাব এবং কোম্পানির মধ্যে এখনও সই হয়নি। বিনিয়োগকারী চূড়ান্ত না হলে বহু ফুটবলার ভরসা করতে পারছেন না ক্লাবের ওপর। তার মধ্যেও দল গড়ার কাজ চলছে। লাল হলুদ সমর্থকরা ভালো কিছুর আশা করতেই পারেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন