Hira Mondal : হীরাকে দলে রাখার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে ইস্টবেঙ্গল

হীরা মন্ডলকে (Hira Mondal) হাতছাড়া করতে চাইছে না ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal Club)। যেনতেন প্রকারে তাঁকে ধরে রাখতে চাইছেন কর্তারা। ইতিমধ্যে হীরাকে নতুন প্রস্তাব দেওয়া…

Hira Mondal

হীরা মন্ডলকে (Hira Mondal) হাতছাড়া করতে চাইছে না ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal Club)। যেনতেন প্রকারে তাঁকে ধরে রাখতে চাইছেন কর্তারা। ইতিমধ্যে হীরাকে নতুন প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

মঙ্গলবারের খবর, হীরা মন্ডলের কাছে নতুন অফার পাঠিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব। আগেও তাঁর কাছে গিয়েছিল অফার। ফের নতুন অফার পাঠানো হয়েছে বলে মনে করা হচ্ছে।

   

আগামী মরসুমেও হীরা মন্ডলকে দলে দেখতে চাইছেন লাল হলুদ জনতা। সোশ্যাল মিডিয়ায় হীরাকে কাতর অনুরোধ জানাচ্ছি সমর্থকরা। যদিও পেশাদার ফুটবলারের মতো হীরা নিজে এখনও কিছু জানাননি।

Advertisements
Hira Mondal
আপাতত নিজের মতো দিন কাটাচ্ছেন হীরা।

গত মরশুমে ইস্টবেঙ্গলের হয়ে দারুণ খেলেছিলেন হীরা মন্ডল। সেই থেকে ফুটবল প্রেমীদের অন্যতম আগ্রহের বিষয় তিনি। সূত্রের খবর অনুযায়ী হীরাকে দলে নেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে চেন্নাইয়ান ফুটবল ক্লাব। এছাড়াও একাধিক ফ্র্যাঞ্চাইজি তাদের দরজা খুলে রেখেছে বলে জানা যাচ্ছে।

গত মরশুমে ইন্ডিয়ান সুপার লিগের অন্যতম ধারাবাহিক পারফর্মার হিসেবে উঠে এসেছিলেন হীরা মন্ডল। দলের খারাপ ফলাফল সত্ত্বেও হীরার খেলায় আশার আলো দেখেছিলেন লাল হলুদ সমর্থকরা।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News