ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব নিশ্চিত হয়েছেন আরও দুই বাঙালি ফুটবলার। বৃহস্পতিবার মিলেছিল জোড়া খেলোয়াড়কে চূড়ান্ত করার খবর। যার মধ্যে একজন মনোতোষ চাকলাদার। সন্তোষ ট্রফির বাংলা দলের অধিনায়ক মনোতোষ।
চাকলাদার ছাড়াও আগামী মরশুমের জন্য অর্পণ পোল্লেকে ক্লাব চূড়ান্ত করেছে বলে খবর। উদীয়মান এই ডিফেন্ডারের উত্থান লাল হলুদ শিবিরের যুব দল থেকে। ক্লাবের ছাত্র হিসেবেই সিনিয়র দলের হয়ে তিনি মাঠে নামতে পারেন। বয়স মাত্র ১৯।
বৃহস্পতিবার সন্ধ্যার রঙ ছিল লাল হলুদ। তাঁবুতে বসেছিল চাঁদের হাট। ক্রীড়া মন্ত্রী, বাংলা দলের ফুটবলার, প্রাক্তন ফুটবলার এছাড়াও ময়দান বহু পরিচিত মুখ উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল ক্লাব আয়োজিত চা চক্রে। সেখানে বেশ কিছু বিষয়ে কর্তারা খোলাখুলি কথা করেছেন।
এদিনের অনুষ্ঠানের অন্যতম- সন্তোষ ট্রফি বাংলা দলের প্রত্যেক ফুটবলারের জন্য ক্লাবের দরজা খুলে দিয়েছে ইস্টবেঙ্গল। কর্তা দেবব্রত সরকার জানিয়েছেন, বাংলা দলের যে কোনো ফুটবলারের সার্ভিস পেতে ক্লাব আগ্রহী।