কলকাতা ফুটবল লিগে ইস্টবেঙ্গল (East Bengal) আদৌ দল নামবে কি না সে ব্যাপারে সংশয় রয়েছে। সব ঠিক থাকলে এ মাসেই লিগ শুরু হওয়ার কথা। সেখানে ইস্টবেঙ্গল ক্লাবের খেলোয়াড় সই করা এখনও বাকি।
সম্প্রতি লিগ খেলতে চলা ক্লাবগুলোর সঙ্গে আলোচনায় বসে ছিলেন বাংলার ফুটবল নিয়ামক সংস্থার কর্তারা। দ্রুত লিগ শুরু করার ব্যাপারেই রয়েছে সিংহভাগ ক্লাবের সম্মতি। ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিনিধির সেখানে অন্য সুর ধরেছিলেন। সূচি তৈরি হলে আগস্টে দলের খেলা দেওয়ার ব্যাপারে আবেদন করা হয়েছিল সেই বৈঠকে।
এখনও পর্যন্ত যা আপডেট তাতে ইস্টবেঙ্গল ক্লাব ও ইমামি গোষ্ঠী নতুন কোম্পানি গড়ার পথে। নতুন কোম্পানির নাম ইতিউতি শোনা গিয়েছে। আবেদন মঞ্জুর না হওয়া পর্যন্ত এখনই কিছু বলা যাচ্ছে। কোম্পানি তৈরি হওয়ার পর ফুটবলার বাছাই, সই সর্বোপরি একটা স্কোয়াড তৈরি করা। এরপর অনুশীলনের মাধ্যমে নিজেদের মধ্যে বোঝাপড়া গড়ে তোলার প্রক্রিয়া। এই সব কাজ আগামী সপ্তাহ এক কিংবা দুইয়ের মধ্যে সম্ভব বলে অনেকেই মনে করছেন না।
এর আগে মোহনবাগানের তরফেও কলকাতা ফুটবল লিগ খেলার ব্যাপারে অনীহা প্রকাশ করছিল। যদিও তারা নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত এখনও জানায়নি। ধরে নেওয়া হচ্ছে মোহনবাগান কলকাতা ফুটবল লিগে দল নামবে না। সেক্ষেত্রে কলকাতার তিন প্রধানের মধ্যে বাকি থাকছে শুধু মহামেডান স্পোর্টিং ক্লাব। সাদা কালো ব্রিগেড লিগ খেলবে বলেই জানা গিয়েছে।