Sunday, December 7, 2025
HomeSports NewsEast Bengal Club : ক্লাব সম্পর্কে নাকি কোনো আপডেটই নেই আদিত্য আগরওয়ালের...

East Bengal Club : ক্লাব সম্পর্কে নাকি কোনো আপডেটই নেই আদিত্য আগরওয়ালের কাছে!

- Advertisement -

ইতালি থেকে ফিরছেন ইমামি গোষ্ঠীর আদিত্য আগরওয়াল। তিনি ফেরার পরেই হয়তো ইস্টবেঙ্গল ক্লাবের (East Bengal Club) সঙ্গে সম্পন্ন হতে পারে সই। গঙ্গা পার থেকে যখন ফুরফুরে হাওয়া বইতে শুরু করেছিল, তখনই ফের আশঙ্কার মেঘ।

ফুটবল মহলে হঠাৎ-ই শোনা যাচ্ছে, আদিত্য আগরওয়াল নাকি ইস্টবেঙ্গল ক্লাব সম্পর্কে বিশেষ কিছু জানেন না। মানে, বিগত কয়েক দিনে ক্লাব ও কোম্পানি সম্পর্কে যে তথ্য জানা গিয়েছিল, সে সব কিছু সম্পর্কে পুরোপুরি জানেন না আদিত্য আগরওয়াল। এটা শোনার পর স্বভবতই কিছুটা মুষড়ে পড়েছেন ইস্টবেঙ্গল ক্লাব সমর্থকরা।

   

ইস্টবেঙ্গলের পক্ষ থেকে বারংবার দাবি করা হয়েছিল, সব কিছু ঠিকঠাক এগোচ্ছে। দুই পক্ষের মধ্যে বজায় রয়েছে ইতিবাচক মনোভাব। কোম্পানির প্রতিনিধির তরফেও অতীতে অনুরূপ দাবি করা হয়েছিল। কিন্তু আদিত্য আগরওয়াল সম্পর্কে যে খবর শোনা যাচ্ছে সেটা সত্যি হলে সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ পড়বে বৈকি।

সামাজিক মাধ্যমে এই নিয়ে ইতিমধ্যে চর্চা শুরু হয়েছে। অনেকে আশঙ্কাও প্রকাশ করেছেন। দুশ্চিন্তা প্রকাশ করে কেউ কেউ বলছেন, সই আদৌ হবে তো? অন্যান্য সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহটা গুরুত্বপূর্ণ। কারণ ক্লাবের পক্ষ থেকে আশা করা হয়েছিল এই সপ্তাহে সই হলেও হতে পারে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular