INS Vikramaditya: আইএনএস বিক্রমাদিত্যে অগ্নিকান্ড, তদন্তের জন্য বোর্ড গঠন

আইএনএস বিক্রমাদিত্যে (INS Vikramaditya) অগ্নিকান্ড। বুধবার কর্ণাটক উপকুলবর্তী এলাকায় থাকাকালীন আগুন লাগে যুদ্ধ জাহাজে। ঘটনায় কোনও হতাহতের খবর নেই৷ এমনটাই জানাচ্ছে ভারতীয় নৌসেনা৷ তবে জাহাজের…

Aircraft Carrier INS Vikramaditya

আইএনএস বিক্রমাদিত্যে (INS Vikramaditya) অগ্নিকান্ড। বুধবার কর্ণাটক উপকুলবর্তী এলাকায় থাকাকালীন আগুন লাগে যুদ্ধ জাহাজে। ঘটনায় কোনও হতাহতের খবর নেই৷ এমনটাই জানাচ্ছে ভারতীয় নৌসেনা৷ তবে জাহাজের ক্রু মেম্বারদের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে৷

২০১৪ সালের রাশিয়া থেকে আনা হয়েছিল যুদ্ধ জাহাজটিকে৷ ২০১৩ সালে নির্মাণের পর এখন কর্ণাটক উপকুলে অনবরত প্রহরা দিয়ে আসছে৷ এই রণতরী তৈরি করতে খরচ হয়েছিল ২.৩ বিলিয়ন ডলার৷

কীভাবে আগুন লাগল? ঘটনায় ক্ষয়ক্ষতি পরিমাণ কী? গোটা ঘটনা খতিয়ে দেখার জন্য বুধবারই বোর্ড গঠন করা হয়েছে। এমনটাই জানাচ্ছে নৌসেনা বিভাগ। তবে ঘটনায় হতাহতের কোনও খবর এখনও মেলেনি৷

আইএনএস বিক্রমাদিত্য লম্বায় ২৮৪ মিটার। উচ্চতায় ৬০ মিটার৷ ওজন ৪০ হাজার টন। যা এখনও অবধি ভারতীয় নৌবাহিনীতে সবচেয়ে ক্ষমতাশালী জাহাজ। যার সঙ্গে রয়েছে মিগ ২৯কে এবং কামোভ হেলিকপ্টার।