East Bengal club: একুশে জুলাই ইস্টবেঙ্গল-ইমানী চুক্তি সাক্ষরের সম্ভাবনা

East Bengal-Emami

রাত পোহালেই হয়তো পাওয়া যাবে স্বস্তির খবর। ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal club) এবং ইমামি গোষ্ঠীর মধ্যে জুলাইয়ের একুশ তারিখে সই হওয়ার একটা সম্ভাবনা রয়েছে বলে অনেকে মনে করছেন।

Advertisements

গত কয়েক বছর বিনিয়োগকারী সমস্যায় ভুগেছে ইস্টবেঙ্গল ক্লাব। এবার আর তাই অতীতের পুনরাবৃত্তি চাইছেন না ক্লাব এবং সমর্থকদের কেউই। এবারেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সাহায্যে ইনভেস্টরের সঙ্গে এক টেবিলে বসেছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের কর্তারা। নবান্নে মুখ্যমন্ত্রীকে মাঝে রেখে দু’দিকে বসেছিলেন ক্লাব ও কোম্পানির কর্তারা, এরপর কেটে গিয়েছে বহু দিন। আজ, কাল করে কেটে গিয়েছে দিনের পর দিন। তবু সই আর হয়নি। অধীর আগ্রহে রয়েছে লাল হলুদ ভক্তরা।

গত সপ্তাহের শেষ থেকেই শোনা গিয়েছিল ক্লাব ও ইমামির মধ্যে সই হওয়া নিশ্চিত। একটু হয়তো সময় লাগছে। তবে সই ঠিকই হবে। চলতি সপ্তাহে দুই পক্ষের মধ্যে সুই হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল।

Advertisements

সই ছাড়াও দল গঠন নিয়েও জল্পনা চলছে। সেই সঙ্গে কোচ নিয়োগের ব্যাপারেও কর্তারা ভাবনা-চিন্তা শুরু করে দিয়েছেন। কোচ এবং খেলোয়াড় উভয় দিকের তালিকাই কর্তাদের কাছে প্রস্তুত রয়েছে। সই হয়ে যাওয়ার পরেই হয়তো ক্লাব সমর্থকরা পেতে শুরু করবেন একের পর চমক।