East Bengal Club : নতুন সপ্তাহেই হতে পারে সই

আরও একটা সপ্তাহ। সব ঠিক থাকলে নতুন সপ্তাহেই হয়ে যেতে পারে সই। ইস্টবেঙ্গল ক্লাবের (East Bengal Club) পক্ষ থেকে ফের দেওয়া হয়েছে আশ্বাস বাণী। Advertisements…

East Bengal-Emami Agreement

আরও একটা সপ্তাহ। সব ঠিক থাকলে নতুন সপ্তাহেই হয়ে যেতে পারে সই। ইস্টবেঙ্গল ক্লাবের (East Bengal Club) পক্ষ থেকে ফের দেওয়া হয়েছে আশ্বাস বাণী।

Advertisements

শনিবার রাত থেকে নতুন করে দেখা দিয়েছে আশার আলো। প্রাপ্ত খবর অনুযায়ী, চুক্তিতে সম্মতি জানিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব। অর্থাৎ, সই করার ক্ষেত্রে আপাতভাবে আর কোনো সমস্যা নেই বলেই মনে করা হচ্ছে। সব ঠিক থাকলে রবিবার রাত পেরোলেই প্রতীক্ষার প্রহর গোনা শুরু করে দিতে পারেন লাল হলুদ সমর্থকরা।

বিজ্ঞাপন

জানা গিয়েছে, শুক্রবার চুক্তি পত্রের ৫০ পাতার একটি অংশ ক্লাবে পাঠিয়েছিল ইমামি গোষ্ঠী। বাকি অংশ পাঠানো হয়েছিল শনিবার। আইনজীবীদের কাগজপত্র দেখিয়েছেন ইস্টবেঙ্গল কর্তারা। এরপরেই সম্মতি জানানো হয়েছে।

সংবাদ মাধ্যমে ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার জানিয়েছেন, পূর্ণাঙ্গ চুক্তিপত্র ইমামি গোষ্ঠী ক্লাবে পাঠিয়েছিল। সেটা তাঁরা ভালো করে দেখেছেন, নিজেদের মধ্যে আলোচনা করেছেন। আগের বৈঠকে চূড়ান্ত চুক্তি নিয়ে যেমন আলোচনা হয়েছিল কোম্পানি সেই অনুযায়ী কাগজ তৈরি করে পাঠিয়েছিল। ফলত ক্লাবের তরফে সম্মতি প্রদানে কোনো সমস্যা হয়নি। নতুন সপ্তাহেই সই হয়ে যাওয়ার ব্যাপারে লাল হলুদ কর্তা আশাবাদী। ইমামির দিক থেকেও তেমন ইচ্ছা রয়েছে বলে তিনি দাবি করেছেন।