East Bengal Club : বাঙালি কাউকে কোচ হিসেবে নিয়োগ না-ও করা হতে পারে

East Bengal CFL coach rumours

দুই বাঙালির নাম শোনা গিয়েছিল প্রথমে। কিন্তু এখন তাঁরা ইস্টবেঙ্গল ক্লাবের (East Bengal Club ) কোচ হওয়ার দৌড়ে পিছিয়ে পড়ছেন বলে মনে করা হচ্ছে। পাল্লা ভারী হচ্ছে অন্য রাজ্যের কোচের দিকে।

Advertisements

কলকাতা ফুটবল লিগ ও ডুরান্ড কাপের জন্য বাঙালি কোচ নিয়োগ করা হবে এমনটা শোনা গিয়েছিল। সেক্ষেত্রে বাংলার সন্তোষ ট্রফি কোচ রঞ্জন ভট্টাচার্যের নামে জোর জল্পনা রয়েছে। এছাড়াও মোহন বাগনের প্রাণের শংকরলালের নামও কেউ কেউ দাবি করেছিলেন। এখন শোনা যাচ্ছে কেরালার বিনো জর্জের নাম। বাঙালিদের পিছিয়ে ফেলে তিনিই নাকি এখন ইস্টবেঙ্গলের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে।

Advertisements

মনে করা হচ্ছে, কলকাতা ফুটবল লিগ ও ডুরান্ড কাপের জন্য লাল হলুদ কর্তাদের প্রথম পছন্দ রঞ্জন ভট্টাচার্য। অন্য দিকে ইমামি গোষ্ঠীর রঞ্জনকে নিয়ে বিশেষ আগ্রহী নয়। তাঁরা চাইছেন কেরালাকে সন্তোষ ট্রফি জেতানো বিনো জর্জকে। যদিও শেষ পর্যন্ত কে কোচ হবেন সেটা এখনও নিশ্চিত নয়।