East Bengal ক্লাবের মাঠে কবে কবে CFL ম্যাচ? জেনে নিন

    আরও একবার কলকাতা ফুটবল লিগ (CFL 2024) কাপ জেতার লক্ষ্য ইস্টবেঙ্গলের (East Bengal)। ৪০ তম সিএফএল খেতাব জয়ের জন্য চেষ্টা চালাবে লাল হলুদ ব্রিগেড।…

east bengal new contract with Saul Crespo

short-samachar

   

আরও একবার কলকাতা ফুটবল লিগ (CFL 2024) কাপ জেতার লক্ষ্য ইস্টবেঙ্গলের (East Bengal)। ৪০ তম সিএফএল খেতাব জয়ের জন্য চেষ্টা চালাবে লাল হলুদ ব্রিগেড। উঠতি ফুটবলারদের পাশাপাশি ইস্টবেঙ্গলের রিজার্ভ দলের সঙ্গে একাধিক অভিজ্ঞ ফুটবলার যুক্ত হয়েছেন। কলকাতা ফুটবল লিগ শুরু হওয়া মানে কলকাতা ময়দানে উৎসব। ফুটবল সমর্থকদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে ময়দান।

East Bengal: ইস্টবেঙ্গলের এই ডিফেন্ডার গোলের সামনেও ভয়ঙ্কর

 

মরসুম কয়েক আগেও সিএফএল মূলত কলকাতা ময়দান কেন্দ্রিক ছিল। এখন একাধিক মাঠে আয়োজিত হচ্ছে ঐতিহ্যবাহী এই ফুটবল টুর্নামেন্ট। কলকাতার বাইরের বেশ কয়েকটি ম্যাচে এবার দেওয়া হয়েছে কলকাতা ফুটবল লিগের ম্যাচ। গত মরসুমে কলিঙ্গ সুপার কাপ জিতে ট্রফি খরা কাটিয়েছে লাল হলুদ ব্রিগেড। ক্লাব সমর্থকরা চাইবেন এবারের কলকাতা ফুটবল লিগ কাপ জিতুক ইস্টবেঙ্গল। সেই লক্ষ্যেই মাঠে নামবে বিনো জর্জের ছাত্রেরা।

সচিন-সৌরভের ঝুলিতেও নেই! এই রেকর্ড গড়ে ধোনিকে ছুঁলেন কোহলি

কিন্তু নিজেদের মাঠে মাঠে কবে কবে খেলতে নামবে ইস্টবেঙ্গল?

  • ৭/৭/২০২৪- জর্জ টেলিগ্রাফ বনাম ইমামি ইস্টবেঙ্গল, ইস্টবেঙ্গল/ এরিয়ান গ্রাউন্ড
  • ১৬/৭/২০২৪- ক্যালকাটা কাস্টমস বনাম ইমামি ইস্টাবঙ্গল, ইস্টবেঙ্গল/ এরিয়ান গ্রাউন্ড
  • ২২/৭/২০২৪- রেলওয়ে ফুটবল ক্লাব বনাম ইমামি ইস্টবেঙ্গল, ইস্টবেঙ্গল/ এরিয়ান গ্রাউন্ড
  • ২৬/৭/২০২৪- পুলিশ অ্যাথেলেটিক ক্লাব বনাম ইমামি ইস্টবেঙ্গল, ইস্টবেঙ্গল/ এরিয়ান গ্রাউন্ড

*প্রতিটি ম্যাচ শুরু হবে বিকেল ৩ টে থেকে।