নয়া কোচ প্রসঙ্গে কী বললেন লাল-হলুদ অধিনায়ক? জানুন

গত সোমবার ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবের দায়িত্ব ছেড়েছেন কার্লেস কুয়াদ্রাত। শেষ মরসুমে তাঁর তত্ত্বাবধানে কলিঙ্গ সুপার কাপ জিতেছিল এই প্রধান। যা নিঃসন্দেহে খুশি করেছিল…

Cleiton Silva

গত সোমবার ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবের দায়িত্ব ছেড়েছেন কার্লেস কুয়াদ্রাত। শেষ মরসুমে তাঁর তত্ত্বাবধানে কলিঙ্গ সুপার কাপ জিতেছিল এই প্রধান। যা নিঃসন্দেহে খুশি করেছিল সকল সমর্থকদের। সেই খেতাব জয়ের সুবাদে বহু বছর পর ফের এএফসির টুর্নামেন্টে অংশ নেবে ময়দানের এই প্রধান। খেতাব জয়ী এই স্প্যানিশ কোচের হাত ধরে নতুন মরসুমের শুরুটা খুব একটা ভালো হয়নি ইস্টবেঙ্গলের (East Bengal)। ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে বিদায় নেওয়ার পর এএফসির চ্যাম্পিয়নস লিগের কোয়ালিফায়ার ম্যাচে ও পরাজিত হতে হয় দলকে।

আরও পড়ুন: ‘পিকের’ সৌজন্যেই কুয়াদ্রাতের পর এই বিদেশিকে বেছে নিল ইস্টবেঙ্গল

   

নিঃসন্দেহে যা হতাশ করেছিল আপামর লাল-হলুদ সমর্থকদের। তবুও ইন্ডিয়ান সুপার লিগের প্রথম থেকেই দলের ঘুরে দাঁড়ানোর আশা রাখলেও সেটা সম্ভব হয়নি। বেঙ্গালুরু এফসি থেকে শুরু করে কেরালা ব্লাস্টার্সের পর ঘরের মাঠে এএফসি গোয়ার কাছে ও পরাজিত হতে হয় মশাল ব্রিগেডকে। যা নিয়ে ক্ষোভে ফুঁসতে শুরু করেন সমর্থকরা। আইএসএলে দলের এই তৃতীয় পরাজয়ের পর গ্যালারি থেকে উঠে আসতে শুরু করে গো ব্যাক স্লোগান। এই পরিস্থিতিতে কার্যত নড়েচড়ে বসে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট।

আরও পড়ুন: বাবার প্রত্যাখ্যান করা ‘প্রতিবন্ধী’ ছেলের গোলেই ম্যাচ জিতল ভারত 

তারপর কোচের সাথে বৈঠকের পর উভয় পক্ষের সিদ্ধান্তের মধ্যে দিয়েই পদত্যাগ করেন কার্লেস কুয়াদ্রাত। যারফলে বর্তমানে জুনিয়র দলের কোচ বিনো জর্জের তত্ত্বাবধানে অনুশীলন করছে গোটা দল। আগামী কয়েকদিনের মধ্যেই ইস্টবেঙ্গলের পরবর্তী অ্যাওয়ে ম্যাচ। তাঁর কিছুদিন পরেই টুর্নামেন্টের বড় ম্যাচ। সেই ম্যাচের আগে কি শহরে আসবেন লাল-হলুদের নব নিযুক্ত কোচ? সেই নিয়ে রয়েছে ধোঁয়াশা। এসবের মাঝেই মুখ খুললেন ইস্টবেঙ্গল অধিনায়ক ক্লেটন সিলভা (Cleiton Silva)। একটি জনপ্রিয় মাধ্যমের মুখোমুখি হয়ে নিজের মতামত তুলে ধরেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

আরও পড়ুন: ইংলিশ প্রিমিয়ার মাতানো হামজা ঢুকলেন ফিফা পেজে! গন্তব্য ঢাকা নাকি কলকাতা?

ক্লেটন বলেন, “কোচের উপর সবসময় দায় বর্তায়। তবে আমরা ফুটবলাররা এই দায় অস্বীকার করতে পারিনা। কোচ বদল হলে অবশ্যই পরিস্থিতির বদল আসবে। তবে আমাদের দলের সকলকে আরও অনেক ভালো খেলতে হবে। আর আশা করছি বড় ম্যাচের আগে নতুন কোচ চলে আসবেন।” কিন্তু কে হবেন নতুন কোচ? সেদিকেই নজর রয়েছে সকলের।