বছর চারেক পর এবার ডার্বি জিতল ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal)। তবে জুনিয়রদের ম্যাচ হলেও সর্বদাই আলাদা মাত্রা পায় ইস্টবেঙ্গল – মোহনবাগান ম্যাচ। এবার বহু দিন পর ফের আনন্দের মেজাজে দেখা গেল লাল-হলুদ সমর্থকদের। ট্রফির খরা এখনো না কাটলেও গতকাল ডার্বি জয়ের স্বাদ পূরন হল সমর্থকদের।
গত ২০১৯ সালে আলেজান্দ্রো জামানায় শেষবারের মতো ডার্বি জিতেছিল ইস্টবেঙ্গল ক্লাব। সেবার ও ফলাফল ছিল ২-০ গোল। এবার ও ঘটনাচক্রে সেই একই ব্যবধানে ই জয় তুলে নিল মশাল বাহিনী। গতকাল ম্যাচের পর সকলের মুখে হাসি ফোঁটাতে পেরে যথেষ্ট খুশি দলের ফুটবলাররা। এবার সিনিয়র দলের জার্সি গায়ে দিয়ে ডার্বি জেতার স্বাদ পূরন করতে চান লাল-হলুদের অর্পণ।
রিলায়েন্স ডেভলপমেন্ট লিগে এটিকে মোহনবাগানকে হারানোর পর এবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঠিক এমনটাই জানান দলের তারকা ফুটবলার অর্পণ পোল্লে। ইস্টবেঙ্গলের এই অধিনায়ক বলেন, খুবই ভালো লাগছে। প্রায় ৪ বছর পর ডার্বি জিতলাম। এই জয় আমাদের প্রাপ্য ছিল। ম্যাচ জুরে আমরা যথেষ্ট ভালো ফুটবল খেলেছি। সবাই নিজের সেরাটা দিয়েছে। তাই সহজেই জয় এসেছে। ভালো লাগছে সমর্থকদের আনন্দ দিতে পেরেছি। বহুদিন সমর্থকরা ডার্বি জয় উপভোগ করতে পারেনি। আমরা তা ফিরিয়ে দিয়েছি। সেইসাথে দলের অধিনায়ক হয়ে ও যথেষ্ট ভালো লাগছে।
পাশাপাশি দলের কোচ বিনো জর্জের প্রশংসা ও করেন অর্পণ। তিনি বলেন, বিনো স্যার যথেষ্ট ভালো একজন কোচ। উনি সবসময় আমাদের সাহায্য করেন ও ভালো খেলার জন্য উৎসাহিত করতে থাকেন। উনি বরাবর একটা সিস্টেমের মধ্য দিয়ে আমাদের চলতে বলতেন। আমরা সেইমতো চলতাম। এক কথায় বলতে গেলে, দলের কোচ থেকে শুরু করে সমস্ত অফিসিয়াল স্টাফদের ব্যাপক সহযোগিতার জন্যই এই সাফল্য এসেছে।