East Bengal: এটিকে এবং মোহনবাগান মাতানো ফুটবলারকে নিতে পারে মশালবাহিনী

Komal Thatal

চলতি মরশুমের জন্যে আর হিমাংশু জাংড়াকে খেলাতে পারবেনা ইস্টবেঙ্গল (East Bengal)। ওড়িশা বিরুদ্ধে ম্যাজচে খেলাকালীণ মারাত্মক চোট পান তিনি।তার চোটের পরিমাণ ছিল এতোটাই যে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাকে।

Advertisements

দলের উদীয়মান তারকার এমন পরিস্থিতি দেখার পর থেকে আতঙ্কে প্রহর কাটছিলো আপামর লাল হলুদ জনতার৷ এরকম একটি সময় সমস্ত জল্পনা হটিয়ে খোদ এই তরুণ ফুটবলার জানিয়েছেন তার বর্তমান যা চোটের পরিস্থিতি, তার জন্যে অন্তত ৫-৬ টা ম্যাঅচ আপাতত বাইরে কাটাতে হতে পারে তাকে।

কিন্তু বিষয় হলো ইস্টবেঙ্গলের আর বিশেষ তেমন ম্যাবচ বাকি নেই। তাই জাংড়ার মরশুম শেষ বলা চলে। শোনা যাচ্ছে এই মুহূর্তে লাল-হলুদ কর্তারা জাংড়ার পরিবর্তে এটিকে এবং এটিকে মোহনবাগানে খেলে যাওয়া ভারতীয় ফুটবলার কোমল ঠাটালকে দলে নিতে চাইছে।চলতি মরশুমে ঠাটাল জামশেদপুরের হয়ে একটিও ম্যাাচে খেলার সুযোগ পাইনি।

Advertisements

তার ৩১  মে,২০২৪ সাল অবধি চুক্তি রয়েছে জামশেদপুর এফসির সাথে।ইন্ডিয়ান সুপার লিগে ২৭ ট ম্যা চ খেলার অভিজ্ঞতা আছে এই ফুটবলার, করেছেন দুটো গোল।হীমাংশু জাংড়ার আদর্শ বিকল্প হয়ে ওঠার সম্ভাবনা আছে তার মধ্যে।