East Bengal: স্টিফেনের পর লাল-হলুদ শিবিরে আরও একজন করোনা আক্রান্ত

ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) শিবিরে করোনা ভাইরাসের হানা। মঙ্গলবার সকলেই জানা গিয়েছিল স্টিফেন কনস্টানটাইন করোনা পজিটিভ। এরপর এদিন সন্ধ্যায় জানা গেল মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন…

East Bengal Football Club supporters showing their passion and love for the team

ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) শিবিরে করোনা ভাইরাসের হানা। মঙ্গলবার সকলেই জানা গিয়েছিল স্টিফেন কনস্টানটাইন করোনা পজিটিভ। এরপর এদিন সন্ধ্যায় জানা গেল মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন শিবিরের আরও একজন।

মঙ্গলবার সন্ধ্যার খবর, ইস্টবেঙ্গলের অপর এক কোচ বিনো জর্জ করোনায় আক্রান্ত হয়েছেন। স্টিফেন কনস্টানটাইনের কোভিড রিপোর্ট পজিটিভ হওয়ার পর থেকে উদ্বেগ প্রকাশ করেছিল ইস্টবেঙ্গল সমর্থকদের অনেকে। কারণ, এই ভাইরাস কতোটা ছোঁয়াচে সে ব্যাপারে কম বেশি ধারণা প্রত্যেকেরই রয়েছে। সেহেতু স্টিফেন করোনা আক্রান্ত হওয়ার পাশাপাশি শিবিরের আরও কেউ আক্রান্ত হয়েছেন কি না, সে ব্যাপারে প্রশ্ন উঠতে শুরু করেছিল।

   

এদিকে শোনা যাচ্ছে আইএসএলে জর্জের বদলে অন‍্য কাউকে সহকারী কোচ হিসেবে পেতে আগ্রহী কনস্টানটাইন। তিনি চান জর্জ দায়িত্ব সামলাক জুনিয়র দল এবং আকাদেমির। তাহলে সহকারী হিসেবে কাকে চাইছেন লাল হলুদ কোচ ? ইতিমধ্যে সেই প্রশ্ন ওঠা শুরু হয়েছে।এক্ষেত্রে উঠে এসেছে সম্মুগম ভেঙ্কটেশের নাম।

ভেঙ্কটেশ ২০১৫ সাল থেকে ভারতীয় ফুটবল দলের সহকারী কোচের পদ সামলেছিলেন। সেই সময় ভারতের জাতীয় দলের কোচের পদে ছিলেন কনস্টানটাইন নিজে। পরবর্তী সময়ে ভেঙ্কটেশ ২০১৯ সালে ইন্ডিয়ান অ্যারোজ দলের ম‍্যানেজারের পদ সামলেছিলেন। এরপর ভারতের অনূর্ধ -১৯ দলকে কোচিং করানোর সুযোগ পান। এখনও সেই দায়িত্ব সামলাচ্ছেন তিনি।