আপুইয়ার সঙ্গে কথাবার্তা এগোতে শুরু করেছে ইস্টবেঙ্গল

সময় এগোনোর সাথে সাথে দল বদলের বাজারে যথেষ্ট সক্রিয় হয়ে উঠছে ইস্টবেঙ্গল (East Bengal)। উল্লেখ্য, এবারের আইএসএল মরশুমের মাঝামাঝি থেকেই দল গঠনের কাজ শুরু করে…

apuia east bengal

সময় এগোনোর সাথে সাথে দল বদলের বাজারে যথেষ্ট সক্রিয় হয়ে উঠছে ইস্টবেঙ্গল (East Bengal)। উল্লেখ্য, এবারের আইএসএল মরশুমের মাঝামাঝি থেকেই দল গঠনের কাজ শুরু করে দিয়েছিল মশাল ব্রিগেড। ফরাসি তারকা মাদিহ তালাল এই সিজনে পাঞ্জাব এফসিতে খেললেও নতুন সিজনে ইস্টবেঙ্গলে যোগদান করবেন এই ফুটবলার। যা নিঃসন্দেহে বড়সড় চমক। এছাড়াও একাধিক বিদেশি ফুটবলারদের সই করানোর পরিকল্পনা ছিল ইমামি ম্যানেজমেন্টের। পাশাপাশি ভারতীয় ফুটবলারদের দিকে ও নজর ছিল তাদের। সেইমতো ডেভিড লালাসাঙ্গার পাশাপাশি প্রভাত লাকরার মতো ফুটবলারদের সঙ্গে কথাবার্তা এগোতে শুরু করেছিল দল।

   

শেষ পর্যন্ত লাল-হলুদে চূড়ান্ত হয়ে যায় এই দুই ফুটবলার। এছাড়াও গত কয়েকদিন আগেই কলকাতার এই প্রধান চূড়ান্ত করেছে গ্রিক ফুটবলার দিমিত্রিওস ডায়মান্টাকোসকে। এবারের এই ফুটবল সিজনে কেরালা ব্লাস্টার্সের জার্সিতে অনবদ্য পারফরম্যান্স থেকেছে এই তারকার। সেই সুবাদেই এ বছর আইএসএলের গোল্ডেন বুট জয় করেছেন তিনি।

এই তারকা পিছনে ফেলে দিয়েছিলেন রয় কৃষ্ণা থেকে শুরু করে জেসন কামিন্সের মতো ফুটবলারদের। স্বাভাবিকভাবেই নতুন মরশুমে তাকে পাওয়ার জন্য আসরে নেমেছিল একাধিক ফুটবল ক্লাব। শেষ পর্যন্ত লড়াইয়ে টিকে থাকে ইস্টবেঙ্গল ক্লাব এবং মুম্বাই সিটি এফসি। যতদূর শোনা গিয়েছে, তাকে নিশ্চিত করে ফেলেছে ইস্টবেঙ্গল।

এছাড়াও ভারতীয় তারকা আপুইয়াকে দলে টানতে আসরে নেমেছিল কলকাতার দুই প্রধান। ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। এবারের এই সিজনে মুম্বাই সিটি এফসির জার্সিতে আইএসএল জিতেছেন এই ফুটবলার। আগামী ২০২৬ সাল পর্যন্ত পেট্রো ক্র্যাটকির এই ক্লাবের সঙ্গে চুক্তি থাকলেও তাকে বিরাট অংকের ট্রান্সফার ফি এর মাধ্যমে অন্যত্র ছাড়তে চায় মুম্বাই। একটা সময় তাকে নেওয়ার ক্ষেত্রে সবুজ-মেরুন ব্রিগেড এগিয়ে থাকলেও সময়ের সাথে সাথে অনেকটাই বদলেছে পরিস্থিতি।

শোনা যাচ্ছে, এই ভারতীয় ফুটবলারের সঙ্গে কথাবার্তা অনেকটাই এগিয়ে নিয়ে গিয়েছে মশাল ব্রিগেড। এমনকি তাকে ট্রান্সফার ফি দিয়ে দলে নেওয়ার ক্ষেত্রে নাকি কোন সমস্যা হবে না লাল-হলুদের। যদিও এক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মুম্বাই ম্যানেজমেন্ট।