East Bengal: সেমিফাইনালের আগে ছেলেদের উজ্জ্বীবিত করলেন বিনো

ইস্টবেঙ্গলের (East Bengal) সামনে আরো একটা সেমিফাইনাল। আরো একবার ট্রফি জেতার সুযোগ। মঙ্গলবার ম্যাচ। তার আগে ছেলেদের তাতিয়ে দিলেন কোচ বিনো জর্জ। রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট…

east bengal rfdl semifinal

ইস্টবেঙ্গলের (East Bengal) সামনে আরো একটা সেমিফাইনাল। আরো একবার ট্রফি জেতার সুযোগ। মঙ্গলবার ম্যাচ। তার আগে ছেলেদের তাতিয়ে দিলেন কোচ বিনো জর্জ।

রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের (RFDL) সেমিফাইনালে উঠেছে ইস্টবেঙ্গলের রিজার্ভ দল। আগামীকাল ম্যাচ। ইতিমধ্যে মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন লাল হলুদ ব্রিগেড। বিমানে ওঠার আগে ছাত্রদের উজ্জীবিত করেছেন ইস্টবেঙ্গলের রিজার্ভ দলের কোচ বিনো জর্জ।

   

East Bengal: দক্ষিণ ভারত থেকে আরো ফুটবলার আনছে ইস্টবেঙ্গল!

ছাত্রদের সঙ্গে বিনো জর্জের কথোপকথনের ভিডিও ক্লাবের অফিসিয়াল পেজ থেকে শেয়ার করা হয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, প্রশিক্ষকের চারপাশে ছেলেরা দাঁড়িয়ে রয়েছে। ছাত্রদের কী বলেছেন বিনো জর্জ? পোস্ট করা ভিডিও অনুযায়ী বিনো বলেছেন, ‘কোনো একজন নয়, তোমরা সকলেই খেটেছো। বিগত কয়েক মাস আমরা সবাই একসঙ্গে পরিশ্রম করেছি। পরিশ্রম করার ফল হাতে পাবে। নিজের কাজ করে যাও।’

Mohun Bagan: এখন কী করছেন মোহনবাগানের ‘ওয়ান্ডার কিড’? দেখে নিন আপডেট

রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে ইস্টবেঙ্গল শুরু থেকেই দাপট দেখিয়েছে। অঞ্চলিক পর্বের পর জাতীয় পর্বেও খেলেছে সমানভাবে। এই দলে বিনো জর্জের পছন্দ করে নিয়ে আসা একাধিক ফুটবলার রয়েছেন। বিষ্ণু পিভি, অমন সিকে-রা দলের প্রয়োজনে জ্বলে উঠেছেন। সেমিফাইনালে Muthoot FA দলের বিরুদ্ধেও মশাল বাহিনী বিজয়ী হয়ে মাঠ ছাড়বে বলে আশা করবেন ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থকরা।