বাংলা ছাড়লেন ইস্টবেঙ্গল-মোহনবাগানের তারকা ফুটবলার

East Bengal and Mohun Bagan's former Pintu Mahato

আগামী মরশুমে রাজস্থান ইউনাইটেডের হয়ে খেলবেন পিন্টু মাহাতো (Pintu Mahato)। মোহনবাগানের ইউথ প্রোডাক্ট পিন্টু একটা সময় মোহনবাগান দলের নিয়মিত সদস্য হয়ে ওঠেন। সেই সময় শুভাসিস বোস এবং রেইনার ফার্নান্দেজ’এর অনুপস্থিতিতে ক্রমশ একের পর এক ম‍্যাচে ভালো পারফরম্যান্স দেওয়ার মধ্যে দিয়ে সবুজ মেরুনের প্রথম একাদশে নিয়মিত সদস্য হয়ে ওঠেন তিনি।

Advertisements

২০১৭ সালের এপ্রিল মাসে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে সবুজ মেরূনের হয়ে অভিষেক করেন পিন্টু।২০১৮ সালের ডার্বিতে ক্লাবের হয়ে প্রথম গোল করেন।এবং নির্বাচিত হন ম‍্যান অফ দ্যা ম‍্যাচ।একই বছরে মহামেডানের বিপক্ষে গোল করে ম‍্যান অফ দ‍্য ম‍্যাচ হন।এরপর চর্চার আলোয় উঠে আসেন তিনি।

Advertisements

নিজের বর্নময় কেরিয়ারে এই উইংগার,মোহনবাগান ছাড়া খেলেছিলেন ইস্টবেঙ্গল,সুদেভা এফসি,ইন্ডিয়ান নেভি’র মতো ক্লাবে।নতুন ক্লাবে তার জার্নি কিরকম হয় এখন সেটাই দেখার বিষয়।