CAB First Division ODI: সেমিফাইনালে প্রবেশ করল ইস্টবেঙ্গল-মোহনবাগান

East Bengal Mohun Bagan Cricket

মরসুমের একটা খেতাব জয়ের সামনে রয়েছে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। সিএবি আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে (CAB First Division ODI) নজর কেড়েছেন শহরের আরও দু’টো ক্লাব।

Advertisements

চলছে চলতি মরসুমের সিএবি প্রথম ডিভিশনের ওয়ান ডে মিট ক্রিকেট টুর্নামেন্ট। কোয়ার্টার ফাইনালে একাধিক উত্তেজক ম্যাচের সাক্ষী থেকেছেন ক্রিকেট প্রেমীরা। নক আউট প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ইস্টবেঙ্গল, বারিশা স্পোর্টিং, মোহন বাগান, ভবানীপুর। টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে কালীঘাট।

   

কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে সহজে জয় লাভ করেছে ইস্টবেঙ্গল। লাল হলুদ দলের ক্যাপ্টেন অভিষেক দাস ম্যাচ সেরার পুরস্কার লাভ করেছেন। বিএনআর-কে আট উইকেটে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ইস্টবেঙ্গল। ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ৫৬ রানের ইনিংস খেলেছেন অভিষেক। শশাঙ্ক সিং খেলেছেন ৫৪ রানের ইনিংস। ইস্টবেঙ্গলের হয়ে দু’টি করে উইকেট নিয়েছেন শ্রেয়ান চক্রবর্তী, অর্ক সরকার ও ঋত্বিক চ্যাটার্জি।

Advertisements

কোয়ার্টার ফাইনালে মোহনবাগান ৬ উইকেটে জয় লাভ করেছে মহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে। বাগানের হয়ে আভিলিন ঘোষ (৪৪), এস যাদব (৪২) ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

অন্য একটি ম্যাচ জলে গেল তপন মেমোরিয়াল-এর গৌরব চৌহান এর ১১৭ রানের ইনিংস। টিম গেমের সহায়তায় তপন মেমোরিয়ালকে হারিয়ে সেমিতে জায়গা করে নিয়েছে বরিশা স্পোর্টিং ক্লাব। এছাড়া কোয়ার্টার ফাইনালে ভালো খেলেছেন ঋত্বিক রায় চৌধুরী (৭৬), অভিমন্যু ইশ্বরন (৫৮)। কালীঘাটকে হারিয়ে সেমিফাইনাল যাওয়ার যোগ্যতা অর্জন করেছে ভবানীপুর।