HomeSports Newsমহিলা সমর্থকদের থেকে রাখি পরলেন দুই প্রধানের ফুটবলাররা

মহিলা সমর্থকদের থেকে রাখি পরলেন দুই প্রধানের ফুটবলাররা

- Advertisement -

রাখি বন্ধন উৎসবের (Rakhi Celebration) সঙ্গে বাঙালির এক অবিচ্ছেদ্য সম্পর্ক। যেখানে গুরুত্ব পায় ভাইয়ের হাতে বোনেদের রাখি বেঁধে দেওয়ার শুভ অনুষ্ঠানের প্রসঙ্গ। সেই রীতিমতো মেনে এবার ও এই উৎসবের ছবি ধরা দিয়েছে গোটা বাংলা জুড়ে। বাদ যায়নি কলকাতা ময়দান। রাখি পূর্নিমার শুভ দিনে গোষ্ঠ পালের মূর্তির পাদদেশে রাখি বন্ধনের উৎসবে সামিল হতে দেখা যায় দুই প্রধানের সমর্থকদের।

তবে সেখানেই শেষ নয়। বিগত বছর গুলির মতো নিজেদের দলের ফুটবলারদের হাতে ও রাখি বেঁধে দিলেন ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দলের সমর্থকরা। আগামী বুধবার ডুরান্ডের কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলতে নামবে ইমামি ইস্টবেঙ্গল। তাঁর আগে সোমবার শহরে শেষ মুহূর্তের প্রস্তুতি সারতে নেমেছিল গোটা দল।

   

অনুশীলন শেষে হেড কোচ কার্লেস কুয়াদ্রাত থেকে শুরু করে ক্লেটন সিলভা হোক কিংবা আনোয়ার আলি, লালচুংনুঙ্গা। সকল ফুটবলার ও কোচিং স্টাফেদের হাতে রাখি বেঁধে দিলেন লাল-হলুদের মহিলা সমর্থকরা। একই ছবি দেখা যায় মোহনবাগান তাঁবুতে।

প্রাক্টিস শেষে হেড কোচ জোসে মোলিনা‌ থেকে শুরু করে দিমিত্রি পেত্রাতোস,জেসন কামিন্স হোক কিংবা আলবার্তো রদ্রিগেজ। সকলের হাতেই রাখি বেঁধে দেন বাগান সমর্থকরা। যা নিঃসন্দেহে খুশি করেছে সকলকে।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular